QuoteCabinet approved Gaganyaan Follow-on Missions and building of Bharatiya Antariksh Station: Gaganyaan – Indian Human Spaceflight Programme revised to include building of first unit of BAS and related missions
QuoteHuman space flight program to continue with more missions to space station and beyond

গগনযান প্রকল্পের সম্প্রসারণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের প্রথম ইউনিট গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এরফলে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন গড়ে তুলতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত হল। গগনযান কর্মসূচির পরিমার্জনের ফলে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন বা বিএএস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে মহাকাশে মানুষকে পাঠানোর এই কর্মসুচি ৮টি মিশনের মাধ্যমে সম্পন্ন হবে। ২০১৮ সালে গগনযান প্রকল্প অনুমোদিত হয়। পৃথিবীর কক্ষপথে সব থেকে কাছের অংশে নভোচারীদের পাঠানো এর মূল উদ্দেশ্য। অমৃতকালে ২০৩৫ সালের মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশনকে সম্পূর্ণ পরিচালনযোগ্য করে তোলা এর  আরেকটি  উদ্দেশ্য। পরবর্তী ধাপে ভারতীয় নভচারীরা ২০৪০ সালের মধ্যে চন্দ্র অভিযানে অংশ নেবেন। ইসরোর উদ্যোগে গগনযান কর্মসূচিতে বিভিন্ন শিল্প সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জাতীয় সংস্থাগুলি যুক্ত হবে। দীর্ঘ মেয়াদে মহাকাশ মিশনে নভোচারীদের পাঠানোর ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করাও এই কর্মসূচীর অঙ্গ। এর আওতায় ২০২৬ সালের মধ্যে ৪টি মিশন কার্যকর করা হবে। ২০২৮ সালের মধ্যে বিএএস-এর প্রথম মডিউলটি তৈরির পাশাপাশি এই প্রকল্পের জন্য আরও চারটি মিশন কার্যকর করা হবে।

পুরো প্রকল্প বাস্তবায়নের জন্য অতিরিক্ত ১১১৭০ কোটি টাকার  তহবিল অনুমোদিত হওয়ায় গগনযান প্রকল্পে মোট তহবিলের পরিমাণ বৃদ্ধি পেয়ে হল ২০১৯৩ কোটি টাকা। এরফলে মূলত দেশের যুব সম্প্রদায় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কেরিয়ার গড়ার আরও সুযোগ পাবেন। এছাড়াও মাইক্রো গ্র্যাভিটি ভিত্তিক বৈজ্ঞানিক গবেষণা ও এসংক্রান্ত উন্নত প্রযুক্তি উদ্ভবানের ক্ষেত্রে তা সহায়ক হবে। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India's defence exports surge to record Rs 23,622 crore in 2024-25: Rajnath Singh

Media Coverage

India's defence exports surge to record Rs 23,622 crore in 2024-25: Rajnath Singh
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 2 এপ্রিল 2025
April 02, 2025

Citizens Appreciate Sustainable and Self-Reliant Future: PM Modi's Aatmanirbhar Vision