ভারত - অস্ট্রেলিয়া মন্ত্রী পর্যায়ে প্রথম '২+২' আলোচনা শেষ হওয়ার অব্যবহিত পরেই অস্ট্রেলিয়ার বিদেশ ও মহিলা বিষয়ক মন্ত্রী মরিশ পায়েন এবং প্রতিরক্ষামন্ত্রী পিটার ডটন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মন্ত্রিপর্যায়ে প্রথম '২+২' আলোচনা ইতিবাচক হওয়ায় প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত নৈকট্যের প্রতিফলন '২+২' আলোচনা।
দ্বিপাক্ষিক কৌশলগত ও আর্থিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার পাশাপাশি ভারত - প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে অভিন্ন প্রয়াস গ্রহণ এবং দুই দেশের মধ্যে মানব-সেতু হিসেবে অস্ট্রেলিয়ায় ভারতীয় সম্প্রদায়ের ক্রমবর্ধমান গুরুত্বের মত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী গত বছর দুই দেশের মধ্যে সুসংবদ্ধ কৌশলগত অংশীদারিত্বের দ্রুত সম্প্রসারণে সেদেশের প্রধানমন্ত্রী স্কট মরিশন যে ভূমিকা পালন করেছেন, প্রধানমন্ত্রী মোদী তার প্রশংসা করেন। যত দ্রুত সম্ভব ভারত সফরে আসার জন্য প্রধানমন্ত্রী মরিশনকে আরও একবার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী মোদী।