ইংরেজিনববর্ষের প্রথম দিনটিতে আজ আনুষ্ঠানিকভাবে সূচনা হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীর সরকারি ওয়েবসাইট (https://www.pmindia.gov.in-এর”>www.pmindia.gov.in- এর অসমীয়া ও মণিপুরী ভাষার সংস্করণ। অসম ও মণিপুর – এই দুটি রাজ্য থেকেসেখানকার আঞ্চলিক ভাষায় এই ওয়েবসাইট প্রকাশের জন্য আবেদন জানানো হয়েছিলপ্রধানমন্ত্রীর দপ্তরে।
PMINDIA ওয়েবসাইটটি এখন থেকে হিন্দি ও ইংরেজি ছাড়াও অসমীয়া, বাংলা, গুজরাটি,কন্নড়, মালয়ালম, মণিপুরী, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবী, তামিল ও তেলেগু ভাষায় দেখতেপাওয়া যাবে।
আঞ্চলিক ভাষার ওয়েবসাইটগুলির লিঙ্ক হল :
অসমীয়া : https://www.pmindia.gov.in/asm/
বাংলা : https://www.pmindia.gov.in/bn/
গুজরাটি : https://www.pmindia.gov.in/gu/
কন্নড় : https://www.pmindia.gov.in/kn/
মারাঠি : https://www.pmindia.gov.in/mr/
মালয়ালম : https://www.pmindia.gov.in/ml/
মণিপুরী : https://www.pmindia.gov.in/mni/
ওড়িয়া : https://www.pmindia.gov.in/ory/
পাঞ্জাবী : https://www.pmindia.gov.in/pa/
তামিল : https://www.pmindia.gov.in/ta/
তেলেগু : https://www.pmindia.gov.in/te/
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্নপ্রান্তের মানুষের সঙ্গে তাঁদের নিজের নিজেরআঞ্চলিক ভাষায় যোগাযোগ স্থাপন করতেআগ্রহী। এই কারণেই দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ভাষাগুলিতে এই ওয়েবসাইট প্রকাশেরউদ্যোগ। দেশবাসীর সার্বিক বিকাশ ও কল্যাণে প্রধানমন্ত্রীর এই যোগাযোগ স্থাপনেরপ্রচেষ্টা সফল হবে বলেই আশা করা হচ্ছে।