স্বর্ণ পদক জয়ের জন্য ভারতীয় পুরুষ শ্যুটার দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

October 01st, 08:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় পুরুষ শ্যুটার দলকে অভিনন্দন জানিয়েছেন। এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয়ের জন্য তোন্ডাইম্যান পি আর, কাইনান চেনাই এবং জোরাবার সিং সান্ধু-কে অভিনন্দন জানিয়েছেন তিনি।