প্রধানমন্ত্রী ৩ জানুয়ারি দিল্লিতে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন
January 02nd, 10:18 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর ‘সকলের জন্য আবাসন’-এর প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৩ জানুয়ারি, ২০২৫-এ বেলা ১২-১০ মিনিট নাগাদ দিল্লির অশোক বিহারে স্বাভিমান অ্যাপার্টমেন্টে ইন-সিটু স্লাম রিহ্যাবিলিটেশন প্রোজেক্টের আওতায় ঝুগগি ঝোপড়ি (জেজে) ক্লাস্টার আবাসিকদের জন্য নব-নির্মিত ফ্ল্যাট পরিদর্শন করবেন। এরপর, বেলা ১২-৪৫ মিনিট নাগাদ তিনি দিল্লিতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।