এখন আমরা দেশে ৩ কোটি লাখোপতি দিদি তৈরির লক্ষ্যে কাজ করছি: করৌলিতে প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করেছেন

April 11th, 09:19 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করেছেন।

প্রধানমন্ত্রী মোদী ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৪-এ যোগ দিয়েছেন

March 16th, 08:00 pm

ইন্ডিয়া টুডে কনক্লেভের ভাষণে, প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে তিনি হেডলাইনের জন্য নয়, ডেডলাইনের উপর কাজ করেন। তিনি আরও বলেন, ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে সক্ষম করার জন্য সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, 'ইজ অফ লিভিং' আমাদের অগ্রাধিকার এবং সাধারণ মানুষের ক্ষমতায়নের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিশ্চিত করছি।

প্রধানমন্ত্রী ১৬ ফেব্রুয়ারী ‘বিকশিত ভারত বিকশিত রাজস্থান’ অনুষ্ঠানে ভাষণ দেবেন

February 15th, 03:07 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৬ ফেব্রুয়ারী সকাল ১১-টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বিকশিত ভারত বিকশিত রাজস্থান’ অনুষ্ঠানে ভাষণ দেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজস্থানে ১৭,০০০ কোটি টাকারও বেশি নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এইসব প্রকল্পগুলি সড়ক, রেল, সৌরশক্তি, বিদ্যুৎ পরিবহন, পানীয় জল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রভৃতি নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির সঙ্গে জড়িত।

প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের ঝাবুয়ায় প্রায় ৭৩০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন

February 11th, 07:35 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ঝাবুয়ায় প্রায় ৭৩০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। আজকের এই উন্নয়নমূলক প্রকল্পগুলি এই অঞ্চলের উল্লেখযোগ্য উপজাতীয় জনগোষ্ঠীকে উপকৃত করবে, জল সরবরাহ এবং পানীয় জলের ব্যবস্থা মুজবুত করবে এবং মধ্যপ্রদেশে রাস্তা, রেল, বিদ্যুৎ এবং শিক্ষা ক্ষেত্রেও উত্সাহ দেবে।

খোডলধাম ট্রাস্ট সর্বদা জন-সেবার পথপ্রদর্শক: প্রধানমন্ত্রী মোদী

January 21st, 12:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে শ্রী খোডলধাম ট্রাস্ট-ক্যান্সার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, আমরেলি-র এই ক্যান্সার হাসপাতালের গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন মানব সেবা ও কল্যাণের ক্ষেত্রে শ্রী খোডলধাম ট্রাস্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী জানান, সেবা, মূল্যবোধ ও ত্যাগের অঙ্গীকার নিয়ে ১৪ বছর আগে এই ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল।

শ্রী খোডলধাম ট্রাস্ট-ক্যান্সার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ

January 21st, 11:45 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে শ্রী খোডলধাম ট্রাস্ট-ক্যান্সার হাসপাতালের শিলান্যাস অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, আমরেলি-র এই ক্যান্সার হাসপাতালের গবেষণা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন মানব সেবা ও কল্যাণের ক্ষেত্রে শ্রী খোডলধাম ট্রাস্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী জানান, সেবা, মূল্যবোধ ও ত্যাগের অঙ্গীকার নিয়ে ১৪ বছর আগে এই ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল। তখন থেকেই লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে এই ট্রাস্ট কাজ করে চলেছে। এ প্রসঙ্গে শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যের ক্ষেত্রে এই ট্রাস্টের ভূমিকার কথা উল্লেখ করেন শ্রী মোদী।

দিল্লিতে ২৮ ও ২৯ ডিসেম্বর মুখ্যসচিবদের তৃতীয় জাতীয় সম্মেলনে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী

December 26th, 10:58 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লিতে ২৮ ও ২৯ ডিসেম্বর মুখ্যসচিবদের জাতীয় সম্মেলনে পৌরোহিত্য করবেন। এই নিয়ে তৃতীয়বার এমন সম্মেলনের আয়োজন করা হল। প্রথমটি ২০২২ সালে জুন মাসে ধরমশালায় এবং দ্বিতীয়টি চলতি বছরের জানুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

গুজরাটের মেহসানায় বিভিন্ন প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 30th, 09:11 pm

মঞ্চে উপবিষ্ট গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্রভাই, মন্ত্রীবর্গ, সংসদে আমার সহকর্মীরা, বিধায়কবৃন্দ, গুজরাট বিজেপির সভাপতি সি আর পাতিল, জেলা পঞ্চায়েতের সদস্যবৃন্দ এবং আমার গুজরাটের ভাই-বোনেরা।

প্রধানমন্ত্রী গুজরাটের মেহসনায় প্রায় ৫৮০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

October 30th, 04:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের মেহসনায় প্রায় ৫৮০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রেল, সড়ক, পানীয় জল এবং সেচ প্রকল্প।

ভারতের নাগাপট্টিনাম এবং শ্রীলঙ্কার কঙ্কেসানথুরাইয়ের মধ্যে ফেরি সার্ভিসের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

October 14th, 08:15 am

আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। ভারত ও শ্রীলঙ্কার কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের আজ সূচনা হল। নাগাপট্টিনাম এবং কঙ্কেসানথুরাইয়ের মধ্যে ফেরি সার্ভিসের সূচনা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে বলে আমি মনে করি।

ভারতের নাগাপট্টিনাম এবং শ্রীলঙ্কার কঙ্কেসানথুরাইয়ের মধ্যে ফেরি সার্ভিসের আজ সূচনা করলেন প্রধানমন্ত্রী

October 14th, 08:05 am

ভারতের নাগাপট্টিনাম এবং শ্রীলঙ্কার কঙ্কেসানথুরাইয়ের মধ্যে আজ ফেরি সার্ভিসের সূচনা হল। এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন যে ভারত ও শ্রীলঙ্কা বর্তমানে কূটনৈতিক তথা অর্থনৈতিক সম্পর্কের এক বিশেষ সময়কালে উপনীত। দু’দেশের মধ্যে এই ফেরি সার্ভিসের সূচনা পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করে তুলবে বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রী ১২ অক্টোবর উত্তরাখণ্ড সফরে যাবেন

October 10th, 08:12 pm

প্রধানমন্ত্রী ১২ অক্টোবর উত্তরাখণ্ড সফরে যাবেন। সকাল সাড়ে আটটা নাগাদ পিথোরাগড় জেলার জল্লিংকং-এ পৌঁছে পার্বতী কুণ্ডে তিনি পুজো দেবেন। সকাল সাড়ে ন-টা নাগাদ তিনি পৌঁছবেন গুঞ্জি গ্রামে। সেখানে তিনি স্থানায় মানুষের পাশাপাশি সেনাবাহিনী, আইটিবিপি এবং সীমান্ত সড়ক সংস্থার কর্মীদের সঙ্গে আলাপচারিতায় সামিল হবেন।

উত্তরপ্রদেশের ঝাঁসিতে জল সংরক্ষণের ফলে ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

September 05th, 10:09 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের ঝাঁসিতে জল সংরক্ষণের উদ্যোগে সকলের অংশগ্রহণের প্রশংসা করেছেন। এর ফলে ঐ অঞ্চলের ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই মহতী উদ্যোগের সঙ্গে যাঁরা যুক্ত, শ্রী মোদী তাঁদের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন।

গত ৪ বছরে নলবাহিত জল সংযোগ ৩ কোটি থেকে ১৩ কোটিতে পৌঁছনোর জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা

September 05th, 09:58 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নলবাহিত জল সংযোগের সংখ্যা গত ৪ বছরে ৩ কোটি থেকে ১৩ কোটিতে পৌঁছনোর জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষকে স্বচ্ছ জল সরবরাহের ক্ষেত্রে জল জীবন মিশন মাইলফলক হিসেবে দেখা দিয়েছে এবং মানুষের জীবন ও জনস্বাস্থ্যকে সহজ করে তুলেছে। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের এক পোস্টের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন :

নতুন দিল্লিতে বি২০ শীর্ষ সম্মেলন ২০২৩-এ প্রধানমন্ত্রীর ভাষণ

August 27th, 03:56 pm

আপনারা, ব্যবসাজগতের নেতারা, এমন এক সময়ে ভারতে এসেছেন, যখন আমাদের সারা দেশে এক উৎসবমুখর পরিবেশ রয়েছে। ভারতে প্রতি বছর উৎসবের যে মরশুম চলে, তা এবার কিছুটা এগিয়ে এসেছে। সমাজের সর্বস্তরের মানুষ, এমনকি ব্যবসায়িক মহলও উৎসবের এই সময়ে উদযাপনে মেতে ওঠে। এই বছর চাঁদে চন্দ্রযানের সফল অবতরণকে কেন্দ্র করে উৎসব শুরু হয়ে গেছে ২৩ অগাস্ট থেকে। ভারতের চন্দ্র অভিযানের এই সাফল্যে আমাদের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একইসঙ্গে ভারতীয় শিল্পমহলও এই অভিযানকে সর্বতোভাবে সাহায্য করেছে। চন্দ্রযানে ব্যবহৃত বহু উপাদান নির্দিষ্ট সময়সীমার মধ্যে তৈরি করে দিয়েছে আমাদের শিল্পমহল, বেসরকারি কোম্পানী এবং ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলি। সেদিক থেকে দেখলে এই সাফল্য যতটা বিজ্ঞানের, ততটা শিল্পমহলেরও। আরও উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের পাশাপাশি সারা বিশ্ব এই সাফল্য উদযাপন করছে। এই উদযাপন হল দায়িত্বশীল মহাকাশ কর্মসূচি পরিচালনার। এই উদযাপন দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত হওয়ার। এই উদযাপন উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির। এই উদযাপন হল মহাকাশ প্রযুক্তিতে সাম্য ও সুস্থিতি আনার। এটাই বি২০ শীর্ষ সম্মেলনের মূল ভাবনা – RAISE. এখানে R হল রেসপনসিবিলিটি অর্থৎ দায়িত্বশীলতা, A হল অ্যাকসিলারেন্স অর্থাৎ গতি বৃদ্ধি, I হল ইনোভেশন অর্থাৎ উদ্ভাবন, S হল সাসটেনেবিলিটি অর্থাৎ সুস্থিতি এবং E হল ইক্যুয়ালিটি অর্থাৎ সাম্য। এক কথায় বললে, এটাই হল মানবতা। এটাই এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।

প্রধানমন্ত্রী বি-২০ শীর্ষ সম্মেলনে বক্তব্য রেখেছেন

August 27th, 12:01 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বি-২০ ইন্ডিয়া ২০২৩ শীর্ষ সম্মেলনে বক্তব্য রেখেছেন। বি-২০ শীর্ষ সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের নীতি নির্ধারক, বাণিজ্য জগতের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞরা এক জায়গায় জড়ো হন এবং ‘বি-২০ ভারত বিজ্ঞপ্তি’ নিয়ে আলোচনা করেন। এই বিজ্ঞপ্তিতে ৫৪টি সুপারিশ এবং বিভিন্ন নীতি প্রণয়নের জন্য ১৭২টি পদক্ষেপের প্রস্তাব রয়েছে, যা জি-২০ গোষ্ঠীর কাছে পাঠানো হবে।

গুজরাটের রাজকোটে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

July 27th, 04:00 pm

বিজয় এই মুহূর্তে আমার কানে কানে বলে গেল এবং আমিও রাজকোটে বিশাল সমাবেশ লক্ষ্য করছি। সাধারণত কেউই দিনের এই সময় রাজকোটে কোনো অনুষ্ঠান আয়োজনের কথা ভাবে না। তাও আবার সপ্তাহে কাজের দিনে, বিকেলে। যাই হোক, আমি দেখতে পারছি বিশাল জনসমাগম এবং মানুষ এত বেশি সংখ্যায় এসেছে যে রাজকোট আজ তা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যথায় আমরা বছরের বছর দেখে এসেছি যে রাত ৮টার পর সেখানে যে কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়। কারণ রাজকোটের মানুষের বিকেলে ভাতঘুমের প্রয়োজন হয়।

দেশের প্রতিটি অঞ্চল ও সমাজের সর্বস্তরের মানুষের জীবনযাত্রাকে সহজতর করে তোলাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য

July 27th, 03:43 pm

কেন্দ্রীয় সরকার গত ৯ বছর ধরে দেশের প্রতিটি অঞ্চল ও সমাজের সর্বস্তরের মানুষের জীবনকে সহজতর করে তোলার লক্ষ্যে কাজ করে আসছে। দেশে ‘সুশাসন’ আমরাই নিশ্চিত করেছি এবং এইভাবেই দেশকে আমরা পরিচালনা করে আসছি। দরিদ্র, দলিত, আদিবাসী অথবা অনগ্রসর শ্রেণীর মানুষ – প্রত্যেকের জীবনযাত্রাকে আরও উন্নত করে তুলতে আমরা নিরলস প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি।

প্রধানমন্ত্রী ২৬ জুলাই প্রগতি ময়দানে ইন্টারন্যাশনাল এক্সজিবিশন- কাম-কনভেনশন সেন্টার (আইইসিসি) জাতির উদ্দেশে উৎসর্গ করবেন

July 24th, 07:45 pm

প্রধানমন্ত্রীর ভাবনার বাস্তব রূপ দিতে বিভিন্ন বৈঠক, কনফারেন্স এবং প্রদর্শনীর জন্য এই কমপ্লেক্সে আন্তর্জাতিক মানের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। প্রগতি ময়দানের ভোল বদলে প্রায় ২৭০০ কোটি টাকা ব্যয়ে নতুন এই কমপ্লেক্স তৈরি করা হয়েছে। ১২৩ একর এলাকা জুড়ে গড়ে ওঠা এই কমপ্লেক্সটি বৈঠক, কনফারেন্স এবং প্রদর্শনীর জন্য দেশের সবচেয়ে বড় গন্তব্য হতে চলেছে । এমনকি আয়তনের নিরিখে এটি বিশ্বের প্রথম সারির প্রদর্শনী ও কনভেনশন সেন্টারগুলির মধ্যে জায়গা করে নিতে চলেছে।

প্রধানমন্ত্রী ৭-৮ জুলাই চার রাজ্য সফর করবেন এবং প্রায় ৫০ হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন

July 05th, 11:48 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৭-৮ জুলাই চার রাজ্য সফর করবেন। সফরের প্রথম পর্যায়ে তিনি ৭ জুলাই ছত্তিশগড় ও উত্তরপ্রদেশ যাবেন। ৮ জুলাই যাবেন তেলেঙ্গানা ও রাজস্থানে।