কেরালায় বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 27th, 12:24 pm
আপনাদের অনেক ধন্যবাদ। যেকোনও জাতির উন্নয়নের যাত্রাপথে কিছু মুহুর্ত কেবল বর্তমানকেই নয় ভবিষ্যতকেও সূচিত করে। আজ ভারতের সামনে তেমনই এক মুহুর্ত উপস্থিত। আমাদের বর্তমান প্রজন্ম অত্যন্ত সৌভাগ্যবান, জল, স্থল, আকাশ এবং অন্তরীক্ষে ঐতিহাসিক কীর্তি স্থাপনে প্রশংসা লাভ করছেন তাঁরা। কিছু দিন আগে অযোধ্যায় আমি বলেছিলাম, এটা এক নতুন পর্বের সূচনা। এই নতুন পর্বে ভারত ক্রমাগত বিশ্ব শৃঙ্খলে তার নব নব উদ্যমের ক্ষেত্র প্রসারিত করে চলেছে। মহাকাশ কর্মসূচির ক্ষেত্রে তা দৃশ্যতই প্রতীয়মান।কেরলের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
February 27th, 12:02 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেরলের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে প্রায় ১,৮০০ কোটি টাকার তিনটি গুরুত্বপূর্ণ মহাকাশ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে - শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে এসএলভি ইন্টিগ্রেশন ফেসিলিটি, মহেন্দ্রগিরির ইসরো প্রপালশন কমপ্লেক্সের সেমি-ক্রায়োজেনিক্স ইন্টিগ্রেটেড ইঞ্জিন অ্যান্ড স্টেজ টেস্ট ফেসিলিটি এবং ভিএসএসসি-তে ট্রিসোনিক উইন্ড টানেল। প্রধানমন্ত্রী ‘গগনযান মিশন’-এর কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং চার হবু মহাকাশচারীকে অ্যাস্ট্রোনট উইংস প্রদান করেন। এঁরা হলেন – গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কম্যান্ডার শুভাংশু শুক্লা।