Progress of the people,Progress by the people,Progress for the people is our Mantra for a Viksit Bharat: PM Modi

November 16th, 10:15 am

PM Modi addressed the Hindustan Times Leadership Summit 2024. The Prime Minister remarked that his Government had won back the trust of the people by ensuring the Mantra of Progress of the people, Progress by the people and Progress for the people. He added that the Government's aim was to build a new and developed India and the people of India had entrusted them with the capital of their trust.

নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট, ২০২৪-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী

November 16th, 10:00 am

আজ নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট, ২০২৪-এ ভাষণদানকালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন যে আজ থেকে ১০০ বছর আগে শুরু হয়েছিল হিন্দুস্তান টাইমস-এর যাত্রাকাল। মহাত্মা গান্ধী স্বয়ং হিন্দুস্তান টাইমস-এর যাত্রাকালের সূচনা করেন। সেইদিক থেকে বিচার করলে এই সংবাদপত্রটি ১০০ বছরের এক ঐতিহাসিক সময়কালের সাক্ষী।

স্বচ্ছতা হি সেবা ২০২৪ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণ

October 02nd, 10:15 am

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী মনোহরলাল জি, শ্রী সি আর পাটিল জি, শ্রী টোখন শাহু জি, শ্রী রাজভূষণ জি, অন্যান্য বিশিষ্টজন, ভদ্রমহোদয়া এবং মহোদয়গণ !

স্বচ্ছ ভারত দিবস, ২০২৪-এর কর্মসূচিতে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর

October 02nd, 10:10 am

১৫৫তম গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ‘স্বচ্ছ ভারত দিবস, ২০২৪’-এর এক কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। পরিচ্ছন্নতার লক্ষ্যে স্বচ্ছ ভারত অভিযানের আজ দশম বর্ষপূর্তি। এই ঘটনার উল্লেখ করে শ্রী মোদী বলেন যে এই দিনটি তাঁর কাছে যথেষ্ট আবেগের। কারণ এই দিনটিতেই পূণ্য বাপুজি জন্মগ্রহণ করেছিলেন, আজ আবার এই দিনটিতেই পূর্ণ হল স্বচ্ছ ভারত অভিযানের দশটি বছর। এই ঘটনাকে কোটি কোটি ভারতবাসীর পরিচ্ছন্নতার লক্ষ্যে অবিচল অঙ্গীকারের এক প্রতীকি ব্যঞ্জনা বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে গত ১০ বছর ধরে দেশের প্রত্যেকটি নাগরিক স্বচ্ছ ভারত অভিযানকে তাঁদের জীবনের একটি অংশ করে তুলেছিলেন। সাফাইমিত্র, ধর্মীয় নেতা, ক্রীড়াবিদ, সেলিব্রিটি জগতের নামীদামী ব্যক্তিত্ব, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এবং সংবাদমাধ্যমগুলি স্বচ্ছ ভারত মিশনকে একটি বড় ধরনের অভিযান করে তুলতে সর্বতোভাবে সহায়তা করেছেন। শ্রমদানের মধ্য দিয়ে ভারতের প্রাক্তন ও বর্তমান রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতিরা স্বচ্ছ ভারত অভিযানকে এক নতুন মাত্রা এনে দিয়েছেন। বর্তমানে দেশের প্রতিটি শহর, গ্রাম ও কলোনিতে পৌঁছে গেছে স্বচ্ছ ভারত গড়ে তোলার উদাত্ত আহ্বান। কেন্দ্রীয় ও রাজ্যস্তরের বিভিন্ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীরাও সামিল হয়েছেন স্বচ্ছ ভারত মিশনকে সফল করে তোলার লক্ষ্যে। ‘স্বচ্ছতাই সেবা’ – এই মন্ত্রকে অবলম্বন করে কোটি কোটি ভারতবাসী উদযাপন করেছেন ‘স্বচ্ছতা পক্ষকাল’। ১৫ দিন ধরে চলা সেবা পক্ষকালে দেশজুড়ে আয়োজন করা হয় ২৭ লক্ষেরও বেশি কর্মসূচি যাতে অংশগ্রহণ করেন ২৮ কোটি মানুষ। এইভাবে এক পরিচ্ছন্ন ভারত গড়ে তোলার প্রচেষ্টায় যেভাবে দেশের সর্বস্তরের নাগরিক সামিল হয়েছেন, তাতে তাঁদের সকলের উদ্দেশেই কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রী নরেন্দ্র মোদী।

তথ্যপট: কোয়াড গোষ্ঠীভুক্ত নেতৃবৃন্দের শীর্ষ বৈঠক

September 25th, 11:53 am

রাষ্ট্রপতি বাইডেন ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউজে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী যোশিহিদে সুগাকে নিয়ে গঠিত কোয়াড বা চতুর্দেশীয় অক্ষ গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দকে সামনাসামনি বৈঠকে আমন্ত্রণ জানান। এটিই ছিল কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দের ব্যক্তিগত উপস্থিতিতে প্রথম বৈঠক। কোয়াড গোষ্ঠীভুক্ত নেতৃবৃন্দ উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগে অগ্রাধিকার দেন যার ফলে একুশ শতাব্দীর চ্যালেঞ্জগুলির মোকাবিলায় বাস্তবিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় হয়। এই বৈঠকে কোভিড-১৯ মহামারীর অবসান সহ নিরাপদ ও কার্যকর টিকার উৎপাদন বৃদ্ধি ও সকলের কাছে পৌঁছে দেওয়া; উন্নতমানের পরিকাঠামো নির্মাণ; জলবায়ুজনিত সঙ্কটের মোকাবিলা; উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে অংশীদারিত্ব, মহাকাশ ও সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রে সমন্বয় আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। গোষ্ঠীভুক্ত দেশগুলিতে আগামী প্রজন্মের মেধার আরও বিকাশের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়।

স্বচ্ছ ভারত অভিযানের ফলে, দেশের দরিদ্র মানুষ ও মহিলারা বিশেষভাবে উপকৃত হয়েছেন: প্রধানমন্ত্রী মোদী

September 25th, 06:31 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বিল ও মিলিন্ডা গেটস্‌ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযানের স্বীকৃতি-স্বরূপ ‘গ্লোবাল গোল কিপার’ পুরস্কার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে রেকর্ড ১১ কোটির বেশি শৌচালয় নির্মাণ করা হয়েছে। এর ফলে, দেশের দরিদ্র মানুষ ও মহিলারা বিশেষভাবে উপকৃত হয়েছেন।

স্বচ্ছ ভারত অভিযানের জন্য প্রধানমন্ত্রীর ‘গ্লোবাল গোল কিপার পুরস্কার’ গ্রহণ

September 25th, 06:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বিল ও মিলিন্ডা গেটস্‌ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযানের স্বীকৃতি-স্বরূপ ‘গ্লোবাল গোল কিপার’ পুরস্কার গ্রহণ করেন। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই পুরস্কারে সম্মানিত করা হয়।

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে ফাঁকে প্রধানমন্ত্রী মোদীর দ্বিপাক্ষিক বৈঠক

September 24th, 02:47 am

প্রধানমন্ত্রী মোদী নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনে ফাঁকে একাধিক বিশ্ব নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

নতুন দিল্লিতে পিএমএনসিএইচ পার্টনার্স ফোরামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মূল ভাষণ

December 12th, 08:46 am

অংশীদারিত্বই একমাত্র আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। নাগরিকদের মধ্যে অংশীদারিত্ব, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অংশীদারিত্ব এবং নানা দেশের মধ্যে অংশীদারিত্ব। এর প্রতিফলনই হচ্ছে ধারাবাহিক উন্নয়ন।

প্রধানমন্ত্রী মোদী ২০১৮-র পার্টনার্স ফোরামের সূচনা করবেন

December 11th, 12:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ ডিসেম্বর নতুন দিল্লিতে চতুর্থ পার্টনার্স ফোরামের সূচনা করবেন। ভারত সরকার ও শিশু স্বাস্থ্য, নবজাতক ও মাতৃত্ব বিষয়ক দপ্তরের সহযোগিতায় ১২ ও ১৩ ডিসেম্বর দু’দিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মহিলা, শিশু এবং কিশোরদের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে ৮৫টি দেশের ১ হাজার ৫০০-রও বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। বিশ্বের সব আয় স্তরের নির্বিশেষে বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। জি-৭, জি-২০ ও ব্রিক্‌স – এর মতো আন্তর্জাতিক ও আঞ্চলিক গোষ্ঠীগুলিও রয়েছে আমন্ত্রিত দেশগুলির তালিকায়।

প্রসূতি মা, নবজাতক এবং শিশুর স্বাস্থ্য সম্পর্কিত সহযোগিতা মঞ্চের (পিএমএনসিএইচ)এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর

April 11th, 08:21 pm

প্রসূতিমা, নবজাতক এবং শিশুর স্বাস্থ্য সম্পর্কিত সহযোগিতা মঞ্চের (পিএমএনসিএইচ) একপ্রতিনিধিদল আজ এখানে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

জন সেবাই হলো প্রকৃত ঈশ্বর সেবা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

October 20th, 01:44 pm

আজ কেদারনাথে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, জনসেবাই হলো প্রকৃত ঈশ্বর সেবা। আগামী ২০২২ সালে দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে এক ‘নতুন ভারত’ গঠনের স্বপ্নকে সফল করে তুলতে নিজেকে উৎসর্গ করার সংকল্প গ্রহণ করছি আমি।

উত্তরাখণ্ডের কেদারনাথে একটি জনসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী

October 20th, 12:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেদারনাথ-এ গিয়ে সেখানকার মন্দিরেপ্রার্থনা জানান। এছাড়াও, কেদারনাথ-এ পাঁচটি পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পেরশিলান্যাস করেন তিনি। প্রকল্পগুলির মধ্যে রয়েছে – মন্দাকিনী নদীতে যে প্রাচীরটিরয়েছে, তাকে আরও শক্তপোক্ত করে গড়ে তোলা এবং নদীর ঘাটটির সংস্কার ও পুনর্নির্মাণ;কেদারনাথ মন্দিরে যাওয়ার প্রধান রাস্তা নির্মাণ; শঙ্করাচার্য কুটির ও শঙ্করাচার্যসংগ্রহশালার সংস্কার ও উন্নয়ন এবং কেদারনাথ মন্দিরের পুরোহিতদের জন্য বাসস্থান নির্মাণ।

একটি জাতি তাঁদের ইতিহাস ও ঐতিহ্যকে মূল্য না দিতে পারলে অগ্রগতি করতে পারে না: প্রধানমন্ত্রী মোদী

October 17th, 11:05 am

আমারমন্ত্রী মণ্ডলের প্রিয় সাথী শ্রী শ্রীপাদ নায়ক মহোদয়, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যোগাচার্য, আয়ুর্বেদ বিশেষজ্ঞ, অধ্যাপক, ছাত্র এবংএখানে উপস্থিত অন্য মাননীয় অতিথিগণ। আপনাদের সবাইকে ধন্বন্তরী জয়ন্তীএবং আয়ুর্বেদ দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী অখিল ভারতীয় আয়ুর্বেদ সংস্থান জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন

October 17th, 11:04 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে অখিল ভারতীয় আয়ুর্বেদসংস্থান জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ধনতেরস জয়ন্তীতে আয়ুর্বেদদিবস উপলক্ষে সমবেত সকলকে শুভেচ্ছা জানান। তিনি আয়ুষ মন্ত্রককে অখিল ভারতীয় আয়ুর্বেদ সংস্থান প্রতিষ্ঠার জন্য প্রশংসা করেন।

পরিচ্ছন্নতা আমাদের দেশের গরিবদের রোগমুক্ত রাখবে: প্রধানমন্ত্রী মোদী

September 23rd, 10:24 am

এত সকাল সকাল, এত বড় জনসমুদ্র! আমি ভাবতেও পারিনি! চারপাশে শুধু মানুষ আরমানুষ দেখতে পাচ্ছি! আমি সবার আগে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, কারণ আমরা যেআয়োজন করেছিলাম, তাতে ত্রুটি থেকে গেছে, অনেকে রোদে দাঁড়িয়ে আছেন, তাঁদের কষ্টহচ্ছে, তা সত্ত্বেও তাঁরা আশীর্বাদ জানাতে এসেছেন!

বারাণসীরএক গ্রামে স্বচ্ছতার লক্ষ্যে শ্রমদান করলেন প্রধানমন্ত্রী; পরিদর্শন করলেন একপশুধন আরোগ্য মেলা

September 23rd, 10:23 am

বারাণসীর শাহেনশাহ্‌পুর গ্রামে শনিবার এক শৌচাগার নির্মাণের কাজে শ্রমদান করলেন প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী। গ্রামের অধিবাসীদের সঙ্গেও এক আলাপচারিতায় মিলিত হন তিনি।শাহেনশাহ্‌পুরের গ্রামবাসীরা তাঁদের গ্রামকে উন্মুক্ত স্থানে প্রাকৃতিক কাজকর্মকরার অভ্যাস থেকে মুক্ত করে তুলতে আগ্রহী।

সোশ্যাল মিডিয়া কর্নার - 20 নভেম্বর

November 20th, 07:44 pm

সামাজিক মিডিয়ায় আপনার গভর্নেন্স দৈনন্দিন আপডেট হচ্ছে। গভর্নেন্সের উপর আপনার টুইট এখানে প্রতিদিন দেখা যাবে। পড়ুন এবং শেয়ার করতে থাকুন!

The United States and India: Enduring Global Partners in the 21st Century'...the India-US Joint Statement

June 08th, 02:26 am