প্রধানমন্ত্রীর ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু গ্রাম সফর
November 15th, 11:46 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান ঝাড়খণ্ডের উলিহাতু গ্রাম সফর করেন। তিনি বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। শ্রী মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু গ্রামে সফর করলেন।