In the development of digital technology, India is behind no developed nation: PM Modi

October 27th, 10:56 am

PM Modi inaugurated the 7th Edition of the India Mobile Congress 2023 at Bharat Mandapam in New Delhi. Addressing the gathering, the PM Modi said that in the changing times of the 21st century, this event has the power to change the lives of crores of people. Underling the fast pace of technology, the PM Modi said “The future is here and now”.

প্রধানমন্ত্রী ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (আইএমসি)-র সপ্তম পর্বের উদ্বোধন করেছেন

October 27th, 10:35 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম্ – এ ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস ২০২৩ – এর সপ্তম পর্বের উদ্বোধন করেছেন। সমগ্র এশিয়ায় টেলিকম, গণমাধ্যম এবং প্রযুক্তি ক্ষেত্রে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস বৃহত্তম মঞ্চ হিসেবে পরিগণিত। ‘বৈশ্বিক ডিজিটাল উদ্ভাবন’ – এর বিষয়কে সামনে রেখে তিন দিনের এই অধিবেশন আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। আইএমসি ২০২৩ – এর লক্ষ্য হ’ল উদ্ভাবক, নির্মাতা এবং সর্বাধুনিক প্রযুক্তির রপ্তানিকারী হিসেবে ভারতের অবস্থানকে শক্তিশালী করা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ১০০টি ‘৫জি ইয়ুজ কেস ল্যাবস্’ প্রদান করেন।

মধ্যপ্রদেশের জবলপুরে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

October 05th, 03:31 pm

মা নৰ্মদাৰ এই পুন্যভূমিক প্ৰণাম জনাই, শ্ৰদ্ধাপূৰ্বক প্ৰণিপাত জনাই, মই আজি জবলপুৰৰ এক নতুন ৰূপ দেখিবলৈ পাইছো। মই দেখিছো জবলপুৰত উৎসাহ আছে, মহাকৌশলত মংগল আছে, উদ্দীপনা আছে।

মধ্যপ্রদেশের জব্বলপুরে ১২,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

October 05th, 03:30 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের জব্বলপুরে ১২,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন সড়ক, রেল, গ্যাস পাইপ লাইন, আবাসন এবং পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। বীরাঙ্গনা রানী দুর্গাবতীর ৫০০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর নামাঙ্কিত স্মারক ও উদ্যানের ভূমি পূজনে সামিল হন তিনি। ইন্দোরে লাইটহাউস প্রকল্পের আওতায় নির্মিত হাজারটি বাড়ির উদ্বোধন, জব্বলপুরের মান্ডলা এবং দিনদরী জেলায় জলজীবন মিশনের একাধিক প্রকল্পের শিলান্যাস, সেওনী জেলায় জলজীবন প্রকল্পের উদ্বোধন, রাজ্যের পরিকাঠামোর উন্নয়নে ৪,৮০০ কোটি টাকারও বেশি সড়ক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ১,৮৫০ কোটি টাকারও বেশি মূল্যের রেল প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। বিজয়পুর-আউরাইয়াঁ-ফুলপুর পাইপ লাইন প্রকল্প এবং জব্বলপুরের একচি নতুন বটলিং প্লান্টেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিলান্যাস করেন মুম্বই-নাগপুর-ঝাড়সুগুডা পাইপলাইনের নাগপুর-জব্বলপুর অংশের।

নতুন সংসদ ভবনের লোকসভায় প্রধানমন্ত্রীর প্রথম ভাষণের বঙ্গানুবাদ

September 19th, 01:50 pm

নতুন সংসদ ভবনে এটি প্রথম এবং একটি ঐতিহাসিক অধিবেশন। সেজন্য আমি সমস্ত মাননীয় সাংসদকে এবং সকল দেশবাসীকে অনেক অনেক শুভকামনা জানাই।

নতুন সংসদ ভবনে লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণ

September 19th, 01:18 pm

প্রধানমন্ত্রী বলেন, নতুন ভবনের জাঁকজমক অমৃতকালকে অভিষিক্ত করছে। এই প্রসঙ্গে তিনি শ্রমিক ও ইঞ্জিনিয়ারদের কঠোর পরিশ্রমের কথা স্মরণ করেন, যাঁরা অতিমারির সময়েও নিজেদের কাজ করে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমগ্র সভা এই শ্রমিক ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানায়। প্রধানমন্ত্রী বলেন, এই ভবন নির্মাণে ৩০ হাজারেরও বেশি শ্রমিকের অবদান রয়েছে। প্রত্যেকের কাজের সম্পূর্ণ বিবরণ সংরক্ষিত রয়েছে একটি ডিজিটাল বইতে।

সংসদের সেন্ট্রাল হলে সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

September 19th, 11:50 am

মাননীয় উপরাষ্ট্রপতি! মাননীয় অধ্যক্ষ! মঞ্চে উপস্থিত প্রবীণ অতিথিবৃন্দ এবং ১৪০ কোটি নাগরিকের প্রতিনিধি হিসেবে উপস্থিত মাননীয় সাংসদ সদস্যগণ,

সংসদের বিশেষ অধিবেশনে সেন্ট্রাল হল-এ সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

September 19th, 11:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সংসদের বিশেষ অধিবেশনে আজ সেন্ট্রাল হল-এ সাংসদদের উদ্দেশে ভাষণ দেন।

আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র-‘যশোভূমি’ জাতির উদ্দেশে উৎসর্গ ও প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ

September 17th, 06:08 pm

এখানে উপস্থিত আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত সহকর্মী, দেশের প্রতিটি কোণ থেকে আজ এই অনিন্দ্যসুন্দর ভবনে উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশের ৭০ টিরও বেশি শহর থেকে প্রযুক্তির মাধ্যমে যুক্ত হওয়া আমার সমস্ত বন্ধু, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং আমার পরিবারের সদস্যরা।

আজ রাজধানীতে আন্তর্জাতিক সম্মেলন তথা প্রদর্শনী কেন্দ্র ‘যশোভূমি’র প্রথম পর্যায়টি জাতির উদ্দেশে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

September 17th, 12:15 pm

নয়াদিল্লির দ্বারকায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপোর্ট সেন্টার ‘যশোভূমি’ আজ জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ‘যশোভূমি’তে রয়েছে একটি সুন্দর ও সাজানো-গোছানো কনভেনশন সেন্টার বা সম্মেলন কেন্দ্র, অনেকগুলি প্রদর্শনী কক্ষ এবং অন্যান্য সুযোগ-সুবিধা। এদিন বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে ভারতের ঐতিহ্যকে অনুসরণ করে যে সমস্ত শিল্পী ও কারিগর তাঁদের উদ্ভাবন প্রচেষ্টার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের জন্য ‘বিশ্বকর্মা কর্মসূচি’ নামে একটি বিশেষ কর্মসূচিরও তিনি সূচনা করেন। একইসঙ্গে, ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কর্মসূচি’র লোগো, ট্যাগলাইন এবং পোর্টালটিরও সূচনা করেন তিনি। এই উপলক্ষে একটি ‘স্ট্যাম্পশিট’, একটি ‘টুলকিট’, ‘ই-বুকলেট’ এবং ভিডিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ১৮ জন শিল্পী ও কারিগরকে তিনি ‘বিশ্বকর্মা শংসাপত্র’ দিয়েও সম্মানিত করেন।

মধ্যপ্রদেশ রোজগার মেলায় প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

August 21st, 12:15 pm

আজ এই ঐতিহাসিক পর্বে আপনারা সকলে নিজেদের যুক্ত করেছেন শিক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে। এ বছর আমি লালকেল্লার প্রাকার থেকে বিস্তারিতভাবে বলেছি যে, কিভাবে জাতীয় চরিত্র দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আপনাদের সকলের দায়িত্ব ভারতের ভবিষ্যৎ প্রজন্মকে বদলে দেওয়া, আধুনিক করে তোলা এবং তাদের একটি নতুন দিশা-নির্দেশ দেওয়া। আমি শুভেচ্ছা জানাই, ৫ হাজার ৫০০-রও বেশি শিক্ষককে, যাঁরা মধ্যপ্রদেশের প্রাথমিক স্কুলে নিয়োগপত্র পেয়েছেন। আমাকে বলা হয়েছে যে, গত তিন বছরে মধ্যপ্রদেশে ৫০ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছে। আমি সেজন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানাই।

মধ্যপ্রদেশ রোজগার মেলায় প্রধানমন্ত্রীর ভাষণ

August 21st, 11:50 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও লিঙ্কের মাধ্যমে মধ্যপ্রদেশ রোজগার মেলায় ভাষণ দিয়েছেন।

বর্তমান সমস্যাসঙ্কুল সময়ে ভারতীয় অর্থনীতি এক উজ্জ্বল আশার আলো রূপে প্রতিভাত হয়েছে : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

August 19th, 06:42 pm

ভারতীয় অর্থনীতি সম্পর্কে Moneycontrol ওয়েবসাইটে কয়েকটি নিবন্ধ ও তথ্যসমৃদ্ধ রেখাচিত্রের মাধ্যমে যে আশার কথা ব্যক্ত করা হয়েছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের অপ্রতিহত অগ্রগতি এবং ভারতীয় অর্থনীতির বিজয়যাত্রা এইভাবেই স্বীকৃতি পেয়েছে।

৭৭-তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন

August 15th, 02:14 pm

আমার প্রিয় ১৪০ কোটি পরিবারের সদস্যবৃন্দ, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নাগরিক আপনারা এবং অনেকেই মনে করেন জনসংখ্যার নিরিখে আস্থার বিচারে আমরা প্রথম । এই বিশাল দেশে ১৪০ কোটি দেশবাসী, আমার ভাই ও বোনেরা, আমার পরিবারের সদস্যরা আজ স্বাধীনতার উৎসব উদযাপন করছেন । এই মহান স্বাধীনতা উৎসবে দেশের কোটি কোটি মানুষকে এবং সারা পৃথিবীর সেইসব মানুষ যারা ভারতকে ভালোবাসেন, ভারতকে শ্রদ্ধা করেন, ভারতের জন্য গর্ববোধ করেন – তাঁদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ।

India Celebrates 77th Independence Day

August 15th, 09:46 am

On the occasion of India's 77th year of Independence, PM Modi addressed the nation from the Red Fort. He highlighted India's rich historical and cultural significance and projected India's endeavour to march towards the AmritKaal. He also spoke on India's rise in world affairs and how India's economic resurgence has served as a pole of overall global stability and resilient supply chains. PM Modi elaborated on the robust reforms and initiatives that have been undertaken over the past 9 years to promote India's stature in the world.

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

August 15th, 07:00 am

দেশের বৃহত্তম গণতন্ত্র ও জনসমষ্টির নিরিখে ‘আমরাই প্রথম’ এই আস্থা ও বিশ্বাস ইতিমধ্যেই অর্জন করেছি। এই ধরনের একটি বিরাট দেশ আজ তার ১৪০ কোটি ভাই, বোন এবং সমস্ত পরিবার-পরিজন নিয়ে স্বাধীনতার উৎসব পালন করছে। পবিত্র ও গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দেশের প্রতিটি নাগরিককে আমি অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই প্রতিটি মানুষকে যাঁরা আমাদের দেশকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন এবং দেশের গর্বে গর্ব অনুভব করেন।

একবিংশ শতকের এই সময়কাল প্রত্যেক ভারতীয়ের আশা-আকাঙ্খা পূরণের কথা বলে: লোকসভায় প্রধানমন্ত্রী মোদী

August 10th, 04:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনায় জবাবি ভাষণ দিলেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, বার বার সরকারের প্রতি আস্থা ব্যক্ত করায় তিনি দেশের প্রতিটি নাগরিককে কৃতজ্ঞতা জানাতে এসেছেন। এই অনাস্থা প্রস্তাব সরকারের কোনো পরীক্ষা নয়, বরং ২০১৮-তেও যাঁরা অনাস্থা প্রস্তাব এনেছিলেন তাঁদেরই পরীক্ষা।

লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণ

August 10th, 04:00 pm

সভায় প্রধানমন্ত্রী বলেন, বার বার সরকারের প্রতি আস্থা ব্যক্ত করায় তিনি দেশের প্রতিটি নাগরিককে কৃতজ্ঞতা জানাতে এসেছেন। এই অনাস্থা প্রস্তাব সরকারের কোনো পরীক্ষা নয়, বরং ২০১৮-তেও যাঁরা অনাস্থা প্রস্তাব এনেছিলেন তাঁদেরই পরীক্ষা। প্রধানমন্ত্রী আরো বলেন, ২০১৯-এর নির্বাচনে বিরোধীদের প্রতি অনাস্থা দেখিয়েছেন সাধারণ মানুষ। এনডিএ এবং বিজেপি জিতেছে আরো বেশি আসন। ঠিক একইভাবে বিরোধীদের আনা এবারের অনাস্থা প্রস্তাবও সরকারের কাছে সৌভাগ্যজনক হয়ে উঠবে। প্রধানমন্ত্রী প্রত্যয়ী যে এনডিএ এবং বিজেপি ২০২৪-এর নির্বাচনে সাধারণ মানুষের আর্শীবাদ পেয়ে নজিরবিহীন জয়লাভ করবে।

মহারাস্ট্রের পুণেতে লোকমান্য তিলক পুরষ্কার সমারোহ ২০২৩ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

August 01st, 12:00 pm

আজকের এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে এসে যতটা উৎসাহিত ততটা আবেগপ্রবণও হয়েছি । আজ আমাদের সকলের আদর্শ এবং ভারতের গর্ব বাল গঙ্গাধর তিলক জির মৃত্যুবার্ষিকী। সেই সঙ্গে আজ অন্নভাউ সাঠে জির জন্মজয়ন্তীও। লোকমান্য তিলক জির অবদান আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কপালের তিলকের মতো উজ্জ্বল। তাঁর পাশাপাশি আন্নাভাউ সাঠ জি-ও সমাজ সংস্কারের ক্ষেত্রে যেসব অবদান রেখেছেন তা অতুলনীয়, অসাধারণ। এই দুই মহাপুরুষের চরণে আমার বিনম্র শ্রদ্ধা জানাই।

মহারাষ্ট্রের পুণেতে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী

August 01st, 11:45 am

মহারাষ্ট্রের পুণেতে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে। লোকমান্য তিলকের উত্তরাধিকারকে সম্মান জানাতে তিলক স্মারক মন্দির ট্রাস্ট ১৯৮৩ সালে এই পুরস্কারের প্রচলন করে। পুরস্কারের নগদ অর্থ প্রধানমন্ত্রী নমামি গঙ্গে প্রকল্পে দান করেছেন।