কেন্দ্রীয় মন্ত্রিসভা চরম বাম উগ্রপন্থা প্রভাবিত (এলডাব্লুই) অঞ্চলে নিরাপত্তা ক্ষেত্রগুলিতে মোবাইল পরিষেবা টু-জি থেকে ফোর-জি’তে করার প্রস্তাব অনুমোদন করেছে
April 27th, 08:49 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে চরম বাম উগ্রপন্থা প্রভাবিত (লেফট উইং এক্সট্রিমিজম-এলডাব্লুই ) অঞ্চলে টু-জি পরিষেবাকে ফোর-জি পরিষেবায় উন্নীত করতে ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড গড়ার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।টেলিযোগাযোগ ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সংস্কারে মন্ত্রিসভার অনুমোদন
September 15th, 09:22 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ টেলিযোগাযোগ ক্ষেত্রে একাধিক কাঠামো ও প্রণালীগত সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে ও কর্মীদের স্বার্থ সুরক্ষা হবে। টেলিযোগাযোগ ক্ষেত্রে সংস্থাগুলির মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা বাড়বে। অন্যদিকে, গ্রাহক স্বার্থ সুরক্ষা নিশ্চিত হবে, নগদের সংস্থান বাড়বে, বিনিয়োগ আকৃষ্ট হবে এবং টেলিযোগাযোগ পরিষেবাদাতা সংস্থাগুলির ওপর প্রযোজ্য নিয়ন্ত্রণমূলক বোঝা কমবে।