
আইটিইআর-এ ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যৌথ সফর
February 12th, 05:32 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ফরাসি রাষ্ট্রপতি শ্রী ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কাদারাচেতে ইন্টারন্যাশনাল থারমোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাকটর (আইটিইআর)-এ যৌথভাবে সফর করেছেন। আইটিইআর-এর মহানির্দেশক তাঁদের স্বাগত জানান। বর্তমান সময়কালে এটি ফিউশন জ্বালানীর অন্যতম এক প্রকল্প। এই প্রথম আইটিইআর-এ কোন রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান সফর করলেন।