শ্রী গণপতি সচ্চিদানন্দ স্বামী জির ৮০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা
May 22nd, 01:03 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে শ্রী গণপতি সচ্চিদানন্দ স্বামী জির ৮০ তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী শ্রী গণপতি সচ্চিদানন্দ স্বামী জি এবং তাঁর অনুগামীদের শুভেচ্ছা জানান। তিনি সাধু ও বিশিষ্ট অতিথিদের ‘হনুমত দ্বার’ উৎসর্গের উল্লেখ করেন।শ্রী গণপতি সচ্চিদানন্দ স্বামী জি-র ৮০তম জন্মদিন অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ
May 22nd, 11:36 am
কয়েক বছর আগে আমার একবার দত্ত পীঠম যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেই সময় আপনারা আমাকে এই কর্মসূচিতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি তখনই মনস্থির করে নিয়েছিলাম যে আবার আপনাদের থেকে আশীর্বাদ নিতে যাব। কিন্তু যেতে পারছি না। আমাকে আজই জাপান সফরের জন্য রওনা হতে হবে। আমি যদিও ভৌতিক রূপে দত্ত পীঠমের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি, কিন্তু আমার আত্মিক উপস্থিতি আপনাদের মধ্যেই রয়েছে।