সশক্ত নারী-বিকশিত ভারত কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণ
March 11th, 10:30 am
আমার মন্ত্রিসভার সদস্যবৃন্দ, শ্রী গিরিরাজ সিং জি, শ্রী অর্জুন মুন্ডা জি, শ্রী মনসুখ মাণ্ডব্য জি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যায় আসা বোনেরা। ভিডিওর মাধ্যমেও এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের লক্ষ লক্ষ নারী। এই প্রেক্ষাগৃহের চারদিকে তাকিয়ে আমার মনে হচ্ছে, এটা যেন ক্ষুদ্র ভারত। দেশের সমস্ত প্রান্তের এবং ভারতের সমস্ত ভাষাভাষী মানুষের এখানে প্রতিনিধিত্ব রয়েছে। আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই!প্রধানমন্ত্রী সশক্ত নারী-বিকশিত ভারত কর্মসূচিতে অংশ নিয়েছেন
March 11th, 10:10 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির পুসায় ইন্ডিয়ান এগরিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে সশক্ত নারী–বিকশিত ভারত কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সাক্ষী থেকেছেন নমো ড্রোন দিদিদের কৃষি সংক্রান্ত ড্রোন প্রদর্শনীর। সারা দেশের ১০টি জায়গায় নমো ড্রোন দিদিরা একই সঙ্গে এই ড্রোন প্রদর্শনীতে অংশ নেন। কর্মসূচিতে প্রধানমন্ত্রী ১ হাজার নমো ড্রোন দিদিদের হতে ড্রোন তুলে দেন। প্রধানমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রদান করেন প্রায় ৮ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ, ভর্তুকিযুক্ত সুদের হারে প্রতিটি জেলায় ব্যাঙ্কগুলির ব্যাঙ্ক সংযোগ শিবিরের মাধ্যমে। প্রধানমন্ত্রী স্বনির্ভরগোষ্ঠীগুলিকে মূলধনী সহায়ক তহবিল হিসেবে ২ হাজার কোটি টাকাও প্রদান করেন। প্রধানমন্ত্রী কথা বলেন সুবিধাপ্রাপকদের সঙ্গে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এদিনের অনুষ্ঠানকে ঐতিহাসিক আখ্যা দেন, কারণ ড্রোন দিদি এবং লাখপতি দিদিরা সাফল্যের নতুন অধ্যায় রচনা করছেন। তিনি বলেন, এমন সফল মহিলাদের উদ্যোগীদের সঙ্গে কথাবার্তায় দেশের ভবিষ্যৎ সম্পর্কে তাঁর আত্মবিশ্বার বৃদ্ধি পায়। তিনি নারীশক্তির দৃঢ়তা এবং নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন, ‘৩ কোটি লাখপতি দিদি তৈরি করার যাত্রায় সওয়ারি হওয়ার আত্মবিশ্বাস পেয়েছেন এর থেকে’।নতুন দিল্লিতে ১১ মার্চ ‘সশক্ত নারী – বিকশিত ভারত’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী
March 10th, 11:14 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ মার্চ নতুন দিল্লিতে ‘সশক্ত নারী – বিকশিত ভারত’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পুসার ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে ‘নমো ড্রোন দিদি’দের কৃষি ড্রোন প্রদর্শন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে দেশের ১১টি জায়গা থেকে ‘নমো ড্রোন দিদি’রা ড্রোন প্রদর্শনীতে অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১ হাজার ‘নমো ড্রোন দিদি’র হাতে ড্রোন তুলে দেবেন। মহিলাদের, বিশেষত গ্রামীণ এলাকার মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতাদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর যে দূরদৃষ্টিসম্পন্ন ভাবনা রয়েছে, ‘নমো ড্রোন দিদি’ ও ‘লাখপতি দিদি’ উদ্যোগগুলি তার অবিচ্ছেদ্য অংশ। এই ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী ‘লাখপতি দিদি’দের সম্বর্ধনা দেবেন। এঁরা ‘দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশন’-এর সহায়তায় সাফল্য অর্জন করেছেন এবং অন্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়নে অনুপ্রাণিত করেছেন।