গায়নাতে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রসারলাভ করছে : প্রধানমন্ত্রী
November 22nd, 03:06 am
ভারত-গায়না সাংস্কৃতিক সম্পর্কে গভীরতা দিতে স্বামী অক্ষরানন্দজীর কাজের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি আজ সরস্বতী বিদ্যা নিকেতন স্কুল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, গায়নায় ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য প্রসারলাভ করছে।