মণিপুর সাঙ্গাই উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার বঙ্গানুবাদ
November 30th, 05:40 pm
সাঙ্গাই উৎসব করোনা মহামারীর কারণে দু’বছর পর অনুষ্ঠিত হ’ল। আমি খুশি যে, আগের বছরগুলির তুলনায় এবার এই উৎসব অনেক জমকালোভাবে অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে, মণিপুরবাসীর আবেগ ও ভালোবাসা ফুটে উঠেছে। বিশেষত, মণিপুর সরকার যে বৃহৎ দৃষ্টিভঙ্গী নিয়ে এর আয়োজন করেছে, তা সত্যি প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংজী এবং তাঁর সরকারকে আমি সাধুবাদ জানাই।প্রধানমন্ত্রী ভিডিও বার্তার মাধ্যমে মণিপুর সাংগাই উৎসবে ভাষণ দিলেন
November 30th, 05:20 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে মণিপুর সাংগাই উৎসবে ভাষণ দিয়েছেন। রাজ্যের সবচেয়ে বড় উৎসব বলে চিহ্নিত মণিপুর সাংগাই উৎসব মণিপুরকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরতে সাহায্য করেন। এই উৎসবের নামকরণ হয়েছে রাজ্যের অতুলনীয় হরিণ ‘সাংগাই’-এর নামে। এই হরিণটি একমাত্র মণিপুরেই পাওয়া যায়।