দেশজুড়ে সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষের ঋণ সহায়তার লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
March 12th, 06:43 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩ মার্চ বিকেল ৪টেয় দেশজুড়ে সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষের কাছে ঋণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এক কর্মসূচিতে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অংশ নেবেন। প্রধানমন্ত্রী সামাজিক উত্থান রোজগার আধারিত জনকল্যাণ (পিএম-সুরজ) পোর্টালের সূচনা করবেন শ্রী মোদী এবং দেশের সুবিধা বঞ্চিত শ্রেণির ১ লক্ষ শিল্পোদ্যোগীর জন্য ঋণ সহায়তা মঞ্জুর করবেন। তপশিলি জাতি, পশ্চাৎপদ শ্রেণি এবং স্যানিটেশন কর্মী সহ সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী অনগ্রসর সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন প্রধানমন্ত্রী।