প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে প্রথম বোডোল্যান্ড মহোৎসভের উদ্বোধন করবেন
November 14th, 04:10 pm
প্রধানমন্ত্রী মোদী নতুন দিল্লিতে প্রথম বোডোল্যান্ড মহোৎসভের উদ্বোধন করবেন। ১৫ ও ১৬ নভেম্বর দুই দিনব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে। শান্তি বজায় রাখতে এবং একটি প্রাণবন্ত বোড়ো সোসাইটি গড়ে তোলার জন্য এটি ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির উপর একটি মেগা ইভেন্ট। এর লক্ষ্য শুধু বোডোল্যান্ডেই নয় আসাম, পশ্চিমবঙ্গ, নেপাল এবং উত্তর পূর্বের অন্যান্য আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বসবাসকারী আদিবাসী বোডো জনগোষ্ঠীকে একীভূত করা।