সুগম্য ভারত অভিযানের ৯ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা

December 03rd, 04:22 pm

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর ২০২৪, পিআইবি।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ 'সুগম্য ভারত অভিযান'-এর নবম বর্ষপূর্তি উপলক্ষে বলেন, দিব্যাঙ্গ ভাই-বোনদের জন্য সুলভতা, সমতা এবং সুযোগ-সুবিধাকে আরও বাড়িয়ে তুলতে সরকারের অঙ্গীকারবদ্ধ। দিব্যাঙ্গ ভাই-বোনদের সাহস ও কৃতিত্বের প্রশংসা করে শ্রী মোদী বলেন, এই তাঁদের এই কৃতিত্ব আমাদের সকলকে গর্বিত করেছে।