Prime Minister meets with Prime Minister of the UK

November 19th, 05:41 am

PM Modi and UK Prime Minister Keir Starmer met at the G20 Summit in Rio. They discussed strengthening the India-UK Comprehensive Strategic Partnership, focusing on trade, emerging technologies, green finance, and people-to-people ties. Both leaders agreed to resume FTA negotiations and announced new Indian consulates in Belfast and Manchester. They also addressed issues on economic offenders and migration, directing officials to expedite cooperation on key bilateral matters.

জার্মানির চ্যান্সেলরের ভারত সফরকালে সপ্তম আন্তঃসরকার পর্যায়ে আলোচনা ও পরামর্শ বৈঠকের ফলাফল

October 25th, 04:50 pm

অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি

এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

October 21st, 10:25 am

এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে উপস্থিত সম্মাননীয় অতিথিদের স্বাগত জানাই। এই শীর্ষ সম্মেলনে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, বিভিন্ন ক্ষেত্রের বিশ্ব নেতারাও তাঁদের মতামত সবার সঙ্গে ভাগ করে নেবেন।

নতুন দিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৪-এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

October 21st, 10:16 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৪-এ ভাষণের শুরুতে সম্মেলনে উপস্থিত অভ্যাগতদের শুভেচ্ছা জানান। এই সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের বিশ্ব নেতৃত্ব, তাঁদের সুচিন্তিত মত প্রকাশ করবেন বলে প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সর্বাত্মক এবং বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুণ্ণ রাখবে

September 22nd, 12:00 pm

মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন, ভারত-মার্কিন সর্বাত্মক বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুন্ম রাখবে। বিশ্ব কল্যাণের স্বার্থে একে একবিংশ শতাব্দীর সবথেকে উল্লেখযোগ্য অংশীদারিত্ব বলে একে আখ্যা দেন তাঁরা। উভয় নেতা জানান, এই ঐতিহাসিক সময়কালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা এক অভূতপূর্ব স্তরে পৌঁছেছে। তাঁরা এও জানান, ভারত-মার্কিন অংশীদারিত্ব গণতন্ত্র ও স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, বহুত্ববাদ প্রভৃতি ক্ষেত্রে একই মনোভাব পোষণ করে। তাঁরা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে প্রধান প্রতিরক্ষা সহযোগিতা বিশ্ব সুরক্ষা ও শান্তির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রতিরক্ষা শিল্পে উদ্ভাবন, পারস্পরিক তথ্য বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করা হবে বলে তারা জানান। আগামী দশকগুলিতে ভারত-মার্কিন সহযোগিতার ক্ষেত্র আরও বেশি শক্তিশালী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় সেমিকন ইন্ডিয়া ২০২৪-এ ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় শীর্ষ সেমিকন্ডাক্টর সিইও-রা

September 11th, 04:28 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো মার্ট-এ সেমিকন ইন্ডিয়া ২০২৪-এর উদ্বোধন করেন। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় হল, “সেমিকন্ডাক্টরের ভবিষ্যৎ নির্মাণ”। তিনদিনের এই সম্মেলনে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নীতি ও কৌশল তুলে ধরা হবে, যা ভারতকে সেমিকন্ডাক্টরের আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার পথ প্রশস্ত করতে পারে। এই সম্মেলনে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্ত শীর্ষ নেতারা। এই সম্মেলনে ২৫০-এর বেশি প্রদর্শক এবং ১৫০ জন বক্তা অংশ নিচ্ছেন।

অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের পরিচালন পর্ষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

September 10th, 04:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর ৭ নম্বর লোক কল্যাণ মার্গের বাসভবনে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের পরিচালন পর্ষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছেন। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের বর্তমান অবস্থান এবং গবেষণার কাজ আরও সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়।

ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের ওপর ভিত্তি করে কৃষি-শিক্ষা ও গবেষণার যে ভালরকম ব্যবস্থা রয়েছে: প্রধানমন্ত্রী মোদী

August 03rd, 09:35 am

নয়াদিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে (এনএএসসি) আয়োজিত ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ বছরের সম্মেলনের মূল থিমটি হল – ‘নিরন্তর কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে’।

নয়াদিল্লিতে ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

August 03rd, 09:30 am

নয়াদিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রে (এনএএসসি) আয়োজিত ৩২তম আন্তর্জাতিক কৃষি অর্থনীতিবিদ সম্মেলনের আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এ বছরের সম্মেলনের মূল থিমটি হল – ‘নিরন্তর কৃষি খাদ্য ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে’। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও ক্ষয়ক্ষতি, উৎপাদন মূল্য বৃদ্ধি এবং নানা ধরনের সংঘাত ও সংঘর্ষজনিত পরিস্থিতির মুখে কৃষি ব্যবস্থাকে কিভাবে নিরন্তর একটি উৎপাদন প্রচেষ্টায় রূপান্তরিত করা যায়, সেই লক্ষ্যেই আয়োজিত এবারের সম্মেলন। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৭৫টি দেশের এক হাজার জনের মতো প্রতিনিধি এবারের সম্মেলন যোগ দিয়েছেন।

আজ কংগ্রেস দল 'টুকরে-টুকরে’ গ্যাংয়ের সুলতান-এর মতো ঘুরে বেড়াচ্ছে: মহীশূরে প্রধানমন্ত্রী মোদী

April 14th, 10:07 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মহীশূরে একটি জনসভায় তাই চামুন্ডেশ্বরীর আশীর্বাদ চেয়েছেন। শ্রদ্ধা প্রকাশ করে, তিনি মহীশূর ও কর্ণাটকের ভূমিতে অন্তর্নিহিত শক্তির প্রতীক হিসাবে তাই চামুন্ডেশ্বরী, তাই ভুবনেশ্বরী এবং তাই কাবেরীর পায়ের কাছে মাথা নত করেছেন। জনসাধারণ, বিশেষ করে কর্ণাটকের মা ও বোনেদের উল্লেখযোগ্য উপস্থিতির কথা স্বীকার করে প্রধানমন্ত্রী মোদী মোদী সরকারের প্রত্যাবর্তনের জন্য রাজ্যের জোরালো আহ্বানের উপর জোর দিয়েছেন ।

প্রধানমন্ত্রী মোদী কর্ণাটকের মহীশূরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন

April 14th, 05:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মহীশূরে একটি জনসভায় তাই চামুন্ডেশ্বরীর আশীর্বাদ চেয়েছেন। শ্রদ্ধা প্রকাশ করে, তিনি মহীশূর ও কর্ণাটকের ভূমিতে অন্তর্নিহিত শক্তির প্রতীক হিসাবে তাই চামুন্ডেশ্বরী, তাই ভুবনেশ্বরী এবং তাই কাবেরীর পায়ের কাছে মাথা নত করেছেন। জনসাধারণ, বিশেষ করে কর্ণাটকের মা ও বোনেদের উল্লেখযোগ্য উপস্থিতির কথা স্বীকার করে প্রধানমন্ত্রী মোদী মোদী সরকারের প্রত্যাবর্তনের জন্য রাজ্যের জোরালো আহ্বানের উপর জোর দিয়েছেন ।

রোজগার মেলায় ১ লক্ষেরও বেশি নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 12th, 11:00 am

আজ সরকারি ক্ষেত্রে ১ লক্ষেরও বেশি যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আপনাদের অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমই এই সাফল্যের চাবিকাঠি। আমি আপনাদের ও আপনাদের পরিবারের সদস্যদের আমার আন্তরিক অভিনন্দন জানাই। কেন্দ্রীয় সরকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য যে উদ্যোগ নিয়েছে, তা দ্রুতগতিতে এগিয়ে চলেছে। অতীতে পূর্ববর্তী সরকারগুলি চাকরির বিজ্ঞপ্তি জারির পর নিয়োগপত্র প্রদানের মধ্যে বিস্তর সময় ব্যয় করতো। ফলে, উৎকোচের এক সংস্কৃতি গড়ে উঠেছিল। আমরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতাকে অগ্রাধিকার দিয়েছি এবং দক্ষতা নিশ্চিত করেছি। সরকার নিয়োগ প্রক্রিয়ায় সময় মেনে চলার উপর গুরুত্ব দিচ্ছে। এর ফলে, প্রত্যেক যুবক-যুবতী তাঁদের ক্ষমতা অনুযায়ী সমান সুযোগ পাচ্ছেন। এখন যুবসম্প্রদায়ের মধ্যে এই আস্থা জন্মেছে যে, কঠোর পরিশ্রম করলে তার ফল তাঁরা পাবেন। ২০১৪ সাল থেকে আমাদের উদ্দেশ্য হ’ল – কেন্দ্রীয় সরকারের কাজে যুবক-যুবতীদের যুক্ত করা। তাঁরা দেশ গড়ার কাজে নিয়োজিত হবেন। বিজেপি সরকার তার কার্যকালের মেয়াদে পূর্ববর্তী সরকারের শেষ দশকের তুলনায় দেড় গুণ বেশি সরকারি চাকরি দিয়েছে। আজ আমরা দিল্লিতে একটি সুসংহত প্রশিক্ষণ কেন্দ্রের শিলান্যাস করলাম। আমি নিশ্চিত যে, আমাদের দক্ষতা বৃদ্ধির যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা এর মাধ্যমে আরও গতি পাবে।

রোজগার মেলায় সরকারি দপ্তর এবং সংস্থায় ১ লক্ষের বেশি নব-নিযুক্তদের নিয়োগপত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী

February 12th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে নব-নিযুক্তদের ১ লক্ষের বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন। তিনি নতুন দিল্লিতে ‘কর্মযোগী ভবন’ সুসংহত কমপ্লেক্সের প্রথম পর্যায়ের শিলান্যাসও করেছেন। এই প্রাঙ্গণ মিশন কর্মযোগীর বিভিন্ন স্তম্ভের মধ্যে সহযোগিতার এবং বোঝাপড়ার প্রসার ঘটাবে।

১৭-তম লোকসভার শেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

February 10th, 04:59 pm

গণতন্ত্রের মহান ঐতিহ্যের দিক থেকে আজ একটি গুরুত্বপূর্ণ দিন। গত ৫ বছর ধরে দেশের সেবায় ১৭তম লোকসভা বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। অনেক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সবাই তাঁদের সাধ্যমতো দেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছেন। এই ৫ বছরে সংস্কার করো, কার্য সম্পাদন করো এবং পরিবর্তন করোর যে বার্তা দেওয়া হয়েছে, তা অত্যন্ত বিরল। আমরা নিজের চোখে এই পরিবর্তন দেখেছি, যা এক নতুন বিশ্বাসের জন্ম দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, দেশের মানুষ ১৭তম লোকসভাকে আশীর্বাদ করে যাবেন। এই প্রক্রিয়ায় সম্মানিত সদস্যরা প্রত্যেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এই সময় আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

১৭তম লোকসভার শেষ অধিবেশনে ভাষণ প্রধানমন্ত্রীর

February 10th, 04:54 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ১৭তম লোকসভার শেষ অধিবেশনে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি ভারতের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং দেশকে দিশা দেখানোর ক্ষেত্রে সমস্ত সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “গত পাঁচ বছর ধরে সরকারের মন্ত্র হল, সংস্কার করো, কার্য সম্পাদন করো এবং পরিবর্তন করো।” তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যাবতীয় প্রয়াসের জন্য দেশের মানুষের ১৭তম লোকসভাকে আশীর্বাদ করবেন। সদস্যদের অবদানের কথা উল্লেখ করে শ্রী মোদী তাঁদের প্রতি বিশেষত, অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। নিরপেক্ষ এবং ভারসাম্য বজায় রেখে সভার কাজ পরিচালনার জন্য অধ্যক্ষকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

নতুন দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো উপলক্ষে আয়োজিত ভারত মন্ডপম – এ প্রধানমন্ত্রীর ভাষণ

February 02nd, 04:31 pm

আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহযোগী শ্রী নীতিন গড়করিজী, নারায়ণ রাণেজী, পীযূষ গোয়েলজী, হরদীপ সিং পুরীজী, মহেন্দ্রনাথ পান্ডেজী, শিল্প জগতের সমস্ত মহারথীগণ, মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, ভদ্র মহিলা ও ভদ্রমহোদয়গণ!

প্রধানমন্ত্রী ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪-এ ভাষণ দিয়েছেন

February 02nd, 04:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারতের বৃহত্তম ও এই ধরনের প্রথম মোবিলিটি প্রদর্শনী- ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪-এর এক অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি প্রদর্শনীটি ঘুরেও দেখেন। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪ মোবিলিটি এবং অটোমোটিভ মূল্যশৃঙ্খলে ভারতের সক্ষমতা তুলে ধরেছে এবং এর বৈশিষ্ট্যগুলি হল প্রদর্শনী, সম্মেলন, ক্রেতা-বিক্রেতা বৈঠক, রাজ্য অধিবেশন, পথনিরাপত্তা প্যাভিলিয়ন এবং জন আকর্ষণী অনুষ্ঠান।

সবার হৃদয়ে রাম: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

January 28th, 11:30 am

বন্ধুরা, অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেশের কোটি-কোটি মানুষকে যেন এক সূত্রে গেঁথেছে। সবার ভাবনা এক, ভক্তি এক, সবার কথায় রাম, সবার হৃদয়ে রাম। দেশের অনেক মানুষ এই সময় রামের ভজন গেয়ে রামের চরণে সমর্পণ করেছেন। ২২শে জানুয়ারির সন্ধ্যায় গোটা দেশ রামজ্যোতি প্রজ্জ্বলিত করেছে, দীপাবলী উদযাপন করেছে। এই সময় দেশ ঐক্যের শক্তি দেখেছে, যা বিকশিত ভারত সম্পর্কে আমাদের সংকল্পের একটা খুব বড় ভিত্তি। আমি দেশের মানুষের কাছে অনুরোধ রেখেছিলাম যে মকর সংক্রান্তি থেকে ২২শে জানুয়ারি অবধি স্বচ্ছতার অভিযান চালানো হোক। আমার ভালো লেগেছে যে লক্ষ-লক্ষ মানুষ শ্রদ্ধার সঙ্গে নিজেদের এলাকার ধর্মীয় স্থান পরিষ্কার করেছে। কত মানুষ এ সম্পর্কিত ছবি পাঠিয়েছেন আমাকে, ভিডিও পাঠিয়েছেন – এই চিন্তা যেন রুদ্ধ না হয়, এই অভিযান না থামে। ঐক্যের এটাই শক্তি, আমাদের দেশের সাফল্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

ভাল্লালার নামে পরিচিত শ্রী রামলিঙ্গ স্বামীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ

October 05th, 02:00 pm

ভাল্লালার নামেও পরিচিত শ্রী রামলিঙ্গ স্বামীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে পেরে আমি সম্মানিত। এটা আরও বিশেষ এই কারণে যে, এই অনুষ্ঠান হচ্ছে বাদালুরে, যে স্থানটির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ভাল্লালার। ভাল্লালার আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় সন্তদের অন্যতম। তিনি উনিশ শতকে এই পৃথিবীতে হাঁটাচলা করতেন। কিন্তু, তাঁর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি আজও লক্ষ লক্ষ মানুষকে প্রেরণা যোগায়। তাঁর প্রভাব বিশ্বব্যাপী। বহু সংস্থা তাঁর আদর্শ ও ভাবনা অনুযায়ী কাজ করছে।

ভাল্লালার নামে পরিচিত শ্রী রামলিঙ্গ স্বামীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ

October 05th, 01:30 pm

প্রশিক্ষণ ও শিক্ষার শক্তিতে ভাল্লালারের বিশ্বাসের উপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, গুরু হিসেবে তাঁর দরজা ছিল সবসময় খোলা এবং তিনি অগণিত মানুষকে পথ দেখিয়েছিলেন। কুরাল-কে আরও জনপ্রিয় করে তুলতে ভাল্লালারের প্রয়াস এবং আধুনিক শিক্ষা নীতিকে তাঁর গুরুত্ব প্রদানের কথা উল্লেখ করেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী বলেন, ভাল্লালার চাইতেন ছাত্ররা তামিল, সংস্কৃত এবং ইংরাজিতে সড়গড় হয়ে উঠুক। প্রধানমন্ত্রী এই সূত্রে গত ৯ বছরে ভারতীয় শিক্ষার পরিকাঠামো রূপান্তরে সরকারি প্রয়াসের কথা উল্লেখ করেন। দীর্ঘ তিনটি দশকের পর রচিত দেশের নতুন জাতীয় শিক্ষা নীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এই নীতি শিক্ষার পরিবেশের সামগ্রিক রূপান্তর ঘটাচ্ছে, জোর দিচ্ছে উদ্ভাবন, গবেষণা এবং উন্নয়নের উপর। গত ৯ বছরে রেকর্ড সংখ্যক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজ স্থাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন তরুণ সমাজ স্থানীয় ভাষায় পড়াশুনা করে চিকিৎসক ও ইঞ্জিনিয়ার হতে পারছেন। যুবসমাজের কাছে সুযোগের নানা পথ খুলে গেছে।