প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর মহারাষ্ট্র সফর করবেন
September 18th, 09:58 pm
প্রধানমন্ত্রী মোদী ২০ সেপ্টেম্বর মহারাষ্ট্রের ওয়ারধা সফর করবেন, যেখানে তিনি জাতীয় 'প্রধানমন্ত্রী বিশ্বকর্মা' কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, শংসাপত্র, ঋণ এবং একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন। তিনি অমরাবতীতে পিএম মিত্র পার্কের শিলান্যাস করবেন, আচার্য চাণক্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং যুব ও মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য পুণ্যশ্লোক অহিল্যাদেবী মহিলা স্টার্টআপ প্রকল্পের সূচনা করবেন।