গায়নায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
November 22nd, 03:02 am
আজ আপনাদের সঙ্গে মিলিত হওয়ায় আমি যারপরনাই আনন্দিত। আমাদের সঙ্গে যোগ দেওয়ায় রাষ্ট্রপতি ইরফান আলিকে ধন্যবাদ জানাই। আমার এখানে এসে পৌঁছনোর পর যে ভালবাসা, আন্তরিকতা আমাকে দেখানো হয়েছে তা আমার মন ছুঁয়ে গেছে। রাষ্ট্রপতি আলি তাঁর বাড়ির দরজা আমার জন্য উন্মুক্ত করায় তাঁকে ধন্যবাদ জানাই। তাঁর পরিবারের ভালোবাসা, আন্তরিকতার জন্য ধন্যবাদ। আমাদের সংস্কৃতির মূলে রয়েছে আতিথিয়েতার মানসিকতা। গত দু-দিন ধরে আমি তা অনুভব করেছি। রাষ্ট্রপতি আলি এবং তাঁর ঠাকুমার সঙ্গে আমরা একসাথে বৃক্ষ রোপণ করেছি। এটা আমাদের “এক পেড় মা কে নাম” উদ্যোগের অংশ। যার অর্থ হল, “মায়ের সম্মানে একটি গাছ পোঁতা”। এটা সত্যিই এক আবেগঘন অনুভূতি আমার চিরদিন মনে থাকবে।গায়ানায় ভারতীয় সম্প্রদায়ের সভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
November 22nd, 03:00 am
গায়ানার জর্জটাউনে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় সম্প্রদায়ের সামনে ভাষণ দেন। গায়ানার প্রেসিডেন্ট ডঃ ইরফান আলি, প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস্, ভাইস প্রেসিডেন্ট ভরত জাগদেও সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট ইরফান আলিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের হৃদয়ে আতিথেয়তার অনুভূতি সর্বদা বিরাজমান। ভারত সরকারের ‘এক পেড় মা কে নাম’ উদ্যোগের অঙ্গ হিসেবে প্রেসিডেন্টের সঙ্গে একটি গাছও রোপণ করেন শ্রী মোদী।