মন্ত্রিসভা প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ-যোজনার অনুমোদন দিয়েছে
February 08th, 08:58 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা মৎস্য খাতের আনুষ্ঠানিকীকরণ এবং মৎস্য চাষকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদের অধীনে একটি সেন্ট্রাল সেক্টর সাব-স্কিম প্রধানমন্ত্রী মৎস্য কিষান সমৃদ্ধি সহ-যোজনা (পিএম-এমকেএসএসওয়াই)-এর অনুমোদন দিয়েছে। এবং সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২৩-২৪ অর্থবর্ষ থেকে ২০২৬-২৭ অর্থবর্ষ পর্যন্ত পরবর্তী চার (৪) বছরে ৬,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ সহ মৎস্য চাষের ক্ষুদ্র উদ্যোগগুলিকে সমর্থন করা।