প্রধানমন্ত্রী ৮-১০ মার্চ পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশ সফর করবেন

March 08th, 04:12 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৮-১০ মার্চ পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশ সফর করবেন।

গুজরাটের তরভ-এ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 22nd, 02:00 pm

ভোলিনাথ উৎসবের উন্মাদনা তৈরি করেছে। আমি এর আগেও বহুবার ভোলিনাথে এসেছি, কিন্তু আজকের আনন্দ একেবারেই অন্যরকম। গ্রামবাসীদের মধ্যে আজকে আমি অন্য কিছু প্রত্যক্ষ করলাম। আমি যখন আমার কাকার বাড়িতে এলাম, সেই আনন্দ একেবারেই অনন্য বলা যেতে পারে। ভক্তরা ভক্তিরসে নিমজ্জিত। কি অদ্ভুত এক সন্ধিক্ষণ দেখুন। ঠিক এক মাস আগে অযোধ্যায় প্রভু রামের চরণে আনত ছিলাম। প্রভু রামের প্রাণপ্রতিষ্ঠার ঐতিহাসিক অনুষ্ঠান প্রত্যক্ষ করার সৌভাগ্য আমার হয়েছে। এরপর আমি আবু ধাবি যাই। সেখানে ১৪ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে উপসাগরীয় দেশগুলির মধ্যে প্রথম হিন্দু মন্দির উদ্বোধনের সৌভাগ্য আমার হয়। আজকে তরভ-এ এই স্বর্গীয় অসাধারণ মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠানে থাকার সৌভাগ্য আমার হয়েছে।

গুজরাটের মেহসানার তারাভে ১৩,৫০০ কোটিরও বেশি অর্থমূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

February 22nd, 01:22 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের মেহসানার তারাভে ১৩,৫০০ কোটিরও বেশি অর্থমূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন। এর মধ্যে ইন্টারনেট সংযোগ, রেল, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, গবেষণা ও পর্যটন ক্ষেত্র সংক্রান্ত একগুচ্ছ প্রকল্প রয়েছে।

বিকশিত ভারত বিকশিত গুজরাট কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 10th, 01:40 pm

আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আজ ‘বিকশিত ভারত – বিকশিত গুজরাট’ কর্মসূচির সূচনা হচ্ছে। গুজরাটের ১৮২টি বিধানসভা কেন্দ্রের সবকটি থেকেই লক্ষ লক্ষ মানুষ প্রযুক্তির মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন বলে আমি জানতে পেরেছি। বিকশিত গুজরাট কর্মসূচিতে যোগদানের ক্ষেত্রে প্রত্যেকের মধ্যে যে উদ্দীপনা নজরে আসছে, তা যথার্থই প্রশংসার যোগ্য। আমি আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।

‘বর্তমান সময়কাল হল এক নতুন ইতিহাস গড়ার মুহূর্ত’

February 10th, 01:10 pm

আজ ভিডিও কনফারেন্সের এক মঞ্চে ‘বিকশিত ভারত বিকশিত গুজরাট’ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র আওতায় নির্মিত ১ লক্ষ ৩০ হাজার বাড়ির তিনি দ্বারোদ্ঘাটন করেন এবং পূজার্চনাতেও অংশগ্রহণ করেন। আবাস যোজনার সুফলভোগীদের সঙ্গেও এক আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী।

আজ সর্বত্র মানুষের বিশ্বাস, সরকারের প্রতি তাঁদের বিশ্বাস, নতুন ভারত নির্মাণের সংকল্প দেখা যাচ্ছে: প্রধানমন্ত্রী মোদী

January 18th, 12:47 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, উদ্যোগটি একটি 'গণ আন্দোলনে' পরিণত হয়েছে, কারণ অনেক মানুষ এর থেকে উপকৃত হচ্ছেন। তিনি এই কর্মসূচিকে সরকারি প্রকল্পের সুফল শেষ প্রান্তে থাকা ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম বলে অভিহিত করেছেন।

বিকশিত ভারত সংকল্প যাত্রার লাভার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী

January 18th, 12:46 pm

এই উপলক্ষে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রার দু'মাস পূর্তির কথা উল্লেখ করে বলেন, যাত্রার বিকাশ রথ একটি বিশ্বাস রথে পরিণত হয়েছে এবং আমরা আত্মবিশ্বাসী যে কেউ পিছনে পড়ে থাকবে না। সুবিধাভোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ভিবিএসওয়াই ২৬ জানুয়ারির পর এবং এর পরেও ফেব্রুয়ারি পর্যন্ত প্রসারিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী জনমন কর্মসূচির আওতায় ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র ১ লক্ষ সুফলভোগীকে আগামীকাল প্রথম কিস্তি প্রদান করবেন প্রধানমন্ত্রী

January 14th, 01:22 pm

আগামীকাল বেলা ১২টার সময় ‘প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান’ (পিএম-জনমন)-এর আওতায় প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর ১ লক্ষ সুফলভোগীকে প্রথম কিস্তি প্রদান করবেন প্রধানমন্ত্রী। ভিডিওর মঞ্চে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পিএম-জনমন-এর সুফলভোগীদের সঙ্গে কথাও বলবেন প্রধানমন্ত্রী।