১৪-১৫ নভেম্বর ঝাড়খণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
November 13th, 07:31 pm
নয়াদিল্লি, ১৩ নভেম্বর ২০২৩।। আগামী ১৪-১৫ নভেম্বর ঝাড়খন্ড সফর করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ১৫ নভেম্বর সকাল সাড়ে ৯টায় রাঁচির ভগবান বিরসা মুন্ডা মেমোরিয়াল পার্ক ও স্বাধীনতা সংগ্রামী জাদুঘর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু গ্রামে পৌঁছবেন, যেখানে তিনি ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। ভগবান বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু গ্রামে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১১টায় খুন্টিতে তৃতীয় জাতীয় গৌরব দিবস, ২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই কর্মসূচির সময় প্রধানমন্ত্রী 'বিকশিত ভারত সংকল্প যাত্রা' এবং 'প্রধানমন্ত্রী পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবেল গ্রুপ মিশন’ এর সূচনা করবেন প্রধানমন্ত্রী। তিনি পিএম-কিষাণের ১৫তম কিস্তিরও অর্থও এদিন প্রদান করবেন এবং ঝাড়খন্ডে একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।