নেপথ্য গায়ক পি জয়চন্দ্রনের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নেপথ্য গায়ক পি জয়চন্দ্রনের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

January 10th, 09:39 am

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “পি জয়চন্দ্রনজির অসাধারণ কন্ঠস্বর বিভিন্ন ধরনের অনুভূতিকে তুলে ধরত। বিভিন্ন ভাষায় তাঁর গাওয়া গান আগামী প্রজন্মকেও মুগ্ধ করবে। তাঁর প্রয়াণে শোকাহত। প্রয়াত শিল্পীর পরিবার ও অনুরাগীদের পাশে রয়েছি”।