২০২৪-২৫ থেকে ২০৩০- ৩১ পর্যন্ত ভোজ্য তেল - তৈলবীজ জাতীয় মিশনে (এনএমইও- অয়েলসীডস্) অনুমোদন মন্ত্রিসভার
October 03rd, 09:06 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভোজ্য তেল - তৈলবীজ জাতীয় মিশন (এনএমইও – অয়েলসীডস্)-এ অনুমোদন দেওয়া হয়েছে। দেশে তৈলবীজের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্য তেলের ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০২৪-২৫ থেকে ২০৩০-৩১ পর্যন্ত সাত বছরেরও বেশি সময় ধরে এই মিশন রূপায়িত করা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০ হাজার ১০৩ কোটি টাকা।