"প্রধানমন্ত্রী মোদী পোল্যান্ডের ওয়ারশে নওয়ানগর স্মৃতিসৌধের জাম সাহেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন "

August 21st, 10:27 pm

প্রধানমন্ত্রী মোদী পোল্যান্ডের ওয়ারশে নওয়ানগর স্মৃতিসৌধের জাম সাহেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী বলেছেন, পোল্যান্ডের ওয়ারশে নওয়ানগর স্মৃতিসৌধ জাম সাহেব, জাম সাহেব দিগ্বিজয় সিংহ জি রঞ্জিত সিং জি জাদেজার মানবিক অবদানকে তুলে ধরেন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে গৃহহীন পোলিশ শিশুদের আশ্রয় নিশ্চিত করেছিলেন।