
ডেয়ারি শিল্পের উন্নয়নে সংশোধিত জাতীয় কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
March 19th, 04:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডেয়ারি শিল্পের উন্নয়নে সংশোধিত জাতীয় কর্মসূচিটি অনুমোদন পেয়েছে। সংশোধিত ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারি ডেভেলপমেন্ট (এনপিডিডি)-এর জন্য অতিরিক্ত ব্যয় হবে ১ হাজার কোটি টাকা। পঞ্চদশ অর্থ কমিশনের সময়কালে এই প্রকল্প বাস্তবায়িত হবে। এর ফলে, ডেয়ারি শিল্পের পরিকাঠামোর উন্নয়ন হবে। এছাড়াও, দুগ্ধ প্রক্রিয়াকরণের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং দুধের গুণমান বৃদ্ধি করা যাবে। গো-পালকরা যাতে আরও ভালো বাজার পান এবং দুধ বিক্রি করে আর্থিক লাভের মুখ দেখেন, তা নিশ্চিত করতেই এই প্রকল্প কার্যকর হবে।