দমনে নমো পথ এবং দেবকা সমুদ্রতট জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী
April 25th, 11:23 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দমনে আজ নমো পথ ও দেবকা সমুদ্রতট জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন, অনুষ্ঠান-স্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নির্মাণ শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন এবং তাঁদের সঙ্গে ছবি তোলেন। তিনি নতুন ভারত সেলফি পয়েন্ট ঘুরে দেখেন।