আজ আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আগামী কয়েক বছরের মধ্যে আমরা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করব: প্রধানমন্ত্রী মোদী
March 05th, 12:00 pm
তেলেঙ্গানার সঙ্গারেড্ডিতে একটি বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমি আপনাদের বলেছিলাম যে একসঙ্গে আমরা ভারতকে বিশ্বব্যাপী নতুন উচ্চতায় নিয়ে যাব। আজ আপনারা দেখতে পাচ্ছেন, কীভাবে ভারত নতুন উচ্চতা স্পর্শ করছে, বিশ্বব্যাপী আশার আলো হয়ে উঠছে। আমি আপনাদের বলেছিলাম যে, ভারত অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন অধ্যায় লিখবে। এই প্রতিশ্রুতিও পূরণ হয়েছে-এটাই মোদী কি গ্যারান্টি।প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানার সঙ্গারেড্ডিতে একটি জনসভায় ভাষণ দিয়েছেন
March 05th, 11:45 am
তেলেঙ্গানার সঙ্গারেড্ডিতে একটি বিশাল জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমি আপনাদের বলেছিলাম যে একসঙ্গে আমরা ভারতকে বিশ্বব্যাপী নতুন উচ্চতায় নিয়ে যাব। আজ আপনারা দেখতে পাচ্ছেন, কীভাবে ভারত নতুন উচ্চতা স্পর্শ করছে, বিশ্বব্যাপী আশার আলো হয়ে উঠছে। আমি আপনাদের বলেছিলাম যে, ভারত অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন অধ্যায় লিখবে। এই প্রতিশ্রুতিও পূরণ হয়েছে-এটাই মোদী কি গ্যারান্টি।মানেক’শ সেন্টারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্মাননা সমারোহে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ
April 08th, 03:24 pm
আজ একটি বিশেষ দিন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদ হওয়া ভারতীয় ও বাংলাদেশী বীরদের স্মরণ করার দিন। বাংলাদেশের অস্মিতারক্ষার জন্য যে ভারতীয় সৈনিকরা আত্মবলিদান দিয়েছেন সেই অকুতোভয় মানুষদের স্মরণকরার দিন। পাশাপাশি, এই দিনে আমরা বাংলাদেশের মাটিতে সেই চরম অমানবিক অত্যাচারকেওমনে করব, যা লক্ষাধিক মানুষের জীবন ছিনিয়ে নিয়েছে। সেই সময় বাংলাদেশের মানুষ যেনৃশংস সন্ত্রাসের শিকার হয়েছিলেন, সেই ক্রুর মানসিকতাকে ঘৃণায় নস্যাৎ করার দিনওআজ। এই সুযোগে ভারত ও বাংলাদেশের ১৪০ কোটিরও বেশি মানুষের মধ্যে অটুট বিশ্বাসের শক্তিকেচিনে নিতে হবে। উভয় দেশের সমাজকে আমরা কিভাবে একটি মজবুত ও সমৃদ্ধ ভবিষ্যৎ উপহারদেব সে বিষয়ে চিন্তা-ভাবনা করার উপযুক্ত অবসরও এটাই।