এফআইপিআইসি-র তৃতীয় শিখর সম্মেলনে প্রধানমন্ত্রীর সমাপ্তি ভাষণ

May 22nd, 04:33 pm

আপনাদের মতামতের জন্য ধন্যবাদ। আমাদের আলোচনার মাধ্যমে যে বিষয় ফুটে উঠেছে নিঃসন্দেহে তা নিয়ে আমরা বিচার-বিবেচনা করব। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের চাহিদাসমূহ এবং আমাদের অভিন্ন কিছু অগ্রাধিকারের ক্ষেত্র রয়েছে। এই মঞ্চে আমাদের প্রয়াস হবে এই উভয় বিষয়কে মাথায় রেখে এগিয়ে যাওয়া। এফআইপিআইসি-র সঙ্গে সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি করা ছাড়াও আমি কয়েকটি ঘোষণা করতে চাই :

পাপুয়া নিউ গিনি-র সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়া হল প্রধানমন্ত্রীকে

May 22nd, 03:09 pm

সরকারি বাসভবনে এক বিশেষ অনুষ্ঠানে পাপুয়া নিউ গিনি-র গভর্নর জেনারেল স্যর বব ডাডে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ‘গ্র্যান্ড কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু’ প্রদান করেন। এটি সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান এবং এই সম্মান প্রাপকদের ‘চিফ’ হিসেবে আখ্যায়িত করা হয়।

পাপুয়া নিউ গিনিতে আইটিইসি কর্মসূচীর প্রাক্তনীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

May 22nd, 02:58 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পোর্ট মোরেসবিতে অনুষ্ঠেয় ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন (এফআইপিআইসি)-এর তৃতীয় শীর্ষ সম্মেলন চলার সময় ২২ মে প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দ্বীপ রাষ্ট্রের ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো-অপারেশন (আইটিইসি) পাঠক্রমের প্রাক্তনীদের সঙ্গে মতবিনিময় করেছেন। আইটিইসি-র আওতায় ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এইসব প্রাক্তনীরা বর্তমানে বিশিষ্ট পেশাদার ব্যক্তিত্ব, প্রভাবশালী নেতৃবৃন্দ এবং সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আধিকারিক হিসেবে কর্মরত। ভারত থেকে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজ নিজ সমাজে অবদান রেখে চলেছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বৈঠক

May 22nd, 02:51 pm

ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন (এফআইপিআইসি)-এর তৃতীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে ২২ মে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রী ক্রিস হিপকিন্স-এর সঙ্গে বৈঠক করেছেন। দুই প্রধানমন্ত্রী এই প্রথম পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন।

ফিজি-র প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারতের প্রধানমন্ত্রীর

May 22nd, 02:37 pm

ফিজি সাধারণতন্ত্রের প্রধানমন্ত্রী মিঃ সিটিভেনি লিগামামাদা রেবুকার সঙ্গে গত ২২ মে এক বিশেষ সাক্ষাৎকারে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। পোর্ট মোরেসবি-তে ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সহযোগিতা মঞ্চ (এফআইপিআইসি)-এর এক অবসর মুহূর্তে এই দুই নেতার মধ্যে সাক্ষাৎকার ঘটে। বলা বাহুল্য, দুই নেতার মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক। শ্রী মোদী অতীতের স্মৃতিচারণ করে বলেন যে ২০১৪-র নভেম্বরে তাঁর ফিজি সফরকালে এফআইপিআইসি-র সূচনা হয়েছিল। তখন থেকেই প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গে ভারতের সহযোগিতা ক্রমশ নিবিড় থেকে নিবিড়তর হয়ে উঠেছে বলে মতপ্রকাশ করেন তিনি।

Prime Minister honoured with the highest civilian awards of Papua New Guinea, Fiji and Palau

May 22nd, 02:18 pm

Prime Minister Narendra Modi, during his historic visit to Papua New Guinea, was conferred with three prestigious civilian awards. He was conferred the ‘Grand Companion of the Order of Logohu’ by Papua New Guinea, ‘Companion of the Order of Fiji’ by Republic of Fiji and ‘Ebakl’ Award by Republic of Palau.

এফআইপিআইসি –র তৃতীয় শিখর বৈঠকে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ

May 22nd, 02:15 pm

এফআইপিআইসি –র তৃতীয় শিখর বৈঠকে আপনাদের সকলকে উষ্ণ অভিনন্দন। আমি আনন্দিত যে প্রধানমন্ত্রী জেমস মারাপে আমার সঙ্গে একত্রে এই শিখর সম্মেলনের আয়োজন করেছেন। পোর্ট মরেসবি-তে এই শিখর সম্মেলনের যাবতীয় আয়োজন করার জন্য তাঁকে এবং তাঁর সহযোগীদের আমি আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

পাপুয়া নিউ গিনি-র গভর্নর জেনারেলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

May 22nd, 08:39 am

ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সহযোগিতা ফোরাম (এফআইপিআইসি)-এর তৃতীয় শিখর সম্মেলনের ফাঁকে পোর্ট মরেসবি-তে সরকারি বাসভবনে আজ পাপুয়া নিউ গিনি-র গভর্নর জেনারেল শ্রী বব ডাডে-র সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

পাপুয়া নিউ গিনি-র প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রী মোদীর বৈঠক

May 22nd, 08:39 am

ভারত-প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সহযোগিতা ফোরাম (এফআইপিআইসি)-এর তৃতীয় শিখর সম্মেলনের ফাঁকে পোর্ট মরেসবি-তে আজ পাপুয়া নিউ গিনি-র প্রধানমন্ত্রী শ্রী জেমস মারাপে-র সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

পাপুয়া নিউ গিনি-র পোর্ট মরেসবি-তে পৌঁছন প্রধানমন্ত্রী

May 21st, 08:06 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২১ মে সন্ধ্যায় পোর্ট মরেসবি পৌঁছন। পাপুয়া নিউ গিনি-র প্রধানমন্ত্রী শ্রী জেমস মারাপে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে স্বাগত জানান। প্রধানমন্ত্রী মোদীর সম্মানে ১৯ বার তোপধ্বনি করে গান স্যালুট ও গার্ড অফ অনার দেওয়া হয়।

জাপান, পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর বিবৃতি

May 19th, 08:38 am

জাপানের প্রধানমন্ত্রী শ্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানের সভাপতিত্বে জি-৭ শিখর বৈঠকে যোগ দিতে আমি জাপানের হিরোশিমা যাব। ভারত-জাপান শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী কিশিদার সাম্প্রতিক ভারত সফরের পর তাঁর সঙ্গে পুনরায় মিলিত হওয়া সত্যিই আনন্দের। ভারত যেহেতু এ বছর জি-২০-র সভাপতিত্ব করছে, ফলে জি-৭ শিখর সম্মেলনে আমার উপস্থিতি বিশেষ অর্থ বহন করে। বিশ্ব যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশ এবং আমন্ত্রিত দেশগুলির সঙ্গে যৌথভাবে তার মোকাবিলার প্রয়োজনের দিক নিয়ে মতবিনিময়ের দিকে আমি তাকিয়ে রয়েছি। হিরোশিমায় জি-৭ শিখর সম্মেলনে কয়েকজন নেতার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠকও হবে।