রাজস্থানের পোখরানে ‘ভারত শক্তি মহড়া’-তে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
March 12th, 02:15 pm
তিন বাহিনীর যে শৌর্য আজ আমরা এখানে প্রত্যক্ষ করলাম তা এক কথায় অসাধারণ। আকাশে বজ্রনির্ঘোষ, মাটিতে শৌর্য দীপ্তি, চতুর্দিকে বিজয়ধ্বনি ঘোষিত হচ্ছে... এটাই নতুন ভারতের বার্তা। আজ পোখরান প্রত্যক্ষ করছে ভারতের স্বনির্ভরতা, আত্মবিশ্বাস এবং আত্মসম্ভ্রমকে। এই সেই পোখরান যেখানে ভারতের পরমাণু পরীক্ষা হয়েছিল। আর আজ এই সেই জায়গা যেখানে আমরা ভারতীয়ত্বের সশক্তিকে প্রত্যক্ষ করছি। আজ সমগ্র দেশ রাজস্থানের এই বীর প্রান্তর থেকে ভারতের শক্তির উদযাপন করছে। তবে এ যে কেবল ভারতেই শোনা যাচ্ছে তা নয়, অনুরণিত হচ্ছে সারা বিশ্বজুড়ে।রাজস্থানের পোখরানে তিন বাহিনীর ‘ভারত শক্তি’ শীর্ষক সামরিক মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী
March 12th, 01:45 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের পোখরানে তিন বাহিনীর সামরিক মহড়ার মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা সক্ষমতার সুসমন্বিত প্রদর্শন প্রত্যক্ষ করেছেন। ‘ভারত শক্তি’ শীর্ষক এই মহড়ায় দেশের আত্মনির্ভরতা অর্জনের অঙ্গ হিসেবে দেশীয় অস্ত্রশস্ত্র ও সামরিক ক্ষমতার প্রদর্শন করা হয়েছে।মিশন দিব্যাস্ত্রর আওতায় একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল (এমআইআরভি) বৈশিষ্ট্যযুক্ত দেশীয় প্রযুক্তিতে নির্মিত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষামূলক উৎক্ষেপণে সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর
March 11th, 06:56 pm
মিশন দিব্যাস্ত্রর আওতায় একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল (এমআইআরভি) বৈশিষ্ট্যযুক্ত দেশীয় প্রযুক্তিতে নির্মিত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য ডিআরডিও-র বিজ্ঞানীদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।