দু’বছরে ১০ হাজার ৯০০ কোটি টাকা বিনিয়োগে পিএম ইলেক্ট্রিক ড্রাইভ রেভেলিউশন ইন ইনোভেটিভ ভেহিকেল এনহ্যান্সমেন্ট (পিএম ই-ড্রাইভ) অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা

September 11th, 08:59 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারি শিল্প মন্ত্রকের প্রস্তাব মতো ‘পিএম ইলেক্ট্রিক ড্রাইভ রেভেলিউশন ইন ইনোভেটিভ ভেহিকেল এনহ্যান্সমেন্ট (পিএম ই-ড্রাইভ)’ কর্মসূচি রূপায়ণ অনুমোদন করেছে। দেশে বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ। এর জন্য দু’বছরে খরচ হবে ১০ হাজার ৯০০ কোটি টাকা। এই কর্মসূচির প্রধান বৈশিষ্ট্যগুলি হ’ল –