স্বচ্ছ ভারত মিশন সারা পৃথিবীতে একটি সাফল্যের কাহিনি হয়ে উঠেছে: মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী মোদী

September 30th, 11:30 am

মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্তীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী মোদী মন কি বাত অনুষ্ঠানে ২০১৬ সালে সংঘটিত ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর ঘটনাটি স্মরণ করেন। প্রধানমন্ত্রী সর্দার প্যাটেলকে স্মরণ করে বলেন, তিনি সারাজীবন দেশের ঐক্যের লক্ষ্যে কাজ করেছেন।

A strong India-U.S. partnership can anchor peace, prosperity & stability across the world: PM Modi

June 08th, 09:40 pm