Institutional service has the ability to solve big problems of the society and the country: PM at the Karyakar Suvarna Mahotsav
December 07th, 05:52 pm
PM Modi addressed the Karyakar Suvarna Mahotsav in Ahmedabad via video conferencing. He highlighted the Karyakar Suvarna Mahotsav as a key milestone in 50 years of service by BAPS. He praised the initiative of connecting volunteers to service work, which began five decades ago and applauded the dedication of lakhs of BAPS workers.আহমেদাবাদে আয়োজিত কার্যকর সুবর্ণ মহোৎসবে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
December 07th, 05:40 pm
আজ এক ভিডিও কনফারেন্সের মঞ্চে আহমেদাবাদে আয়োজিত কার্যকর সুবর্ণ মহোৎসবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে সমাবেশে ভাষণদানকালে তিনি বলেন যে কার্যকর সুবর্ণ মহোৎসব হল দীর্ঘ ৫০ বছর ধরে সেবা করে যাওয়ার কাজে এক মাইলফলক বিশেষ। আজ থেকে ৫০ বছর আগে স্বেচ্ছাসেবকদের নথিভুক্তকরণের মাধ্যমে সেবার কাজে তাঁদের যুক্ত করার প্রচেষ্টা শুরু হয়। লক্ষ লক্ষ সেবাকর্মী অবিচলিত নিষ্ঠা ও উৎসর্গের মানসিকতা নিয়ে সেবাকর্মে ব্রতী হন। কার্যকর সুবর্ণ মহোৎসব তাই ভগবান স্বামী নারায়ণের মানবতাবাদী শিক্ষাদর্শের এক বিশেষ উদযাপন। প্রতিষ্ঠানের বহু দশকের গৌরবজনক সেবাপরাণতা কোটি কোটি মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছে। বিভিন্ন সময় ও পরিস্থিতেতে তিনি নিজেও এই নিষ্ঠা ও সেবাপরাণতার সাক্ষী থেকেছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভূজ-এর ভূমিকম্প, নরনারায়ণ নগর গ্রামের পুনর্গঠন, কেরলের বন্যা পরিস্থিতি, উত্তরাখন্ডের ভূমিধ্বস এবং সাম্প্রতিক করোনা অতিমারীকালে এই প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকরা ছুটে গিয়েছিলেন আর্তের সেবায়। সাধারণ মানুষের পাশে সর্বদাই থেকেছে এই প্রতিষ্ঠানটি। কোভিড পরিস্থিতিকালে বিএপিএস মন্দিরগুলি কিভাবে সেবা কেন্দ্রে রূপান্তরিতি হয়েছিল তা প্রত্যক্ষ করছেন বহু মানুষই। এমনকি, ইউক্রেনের সঙ্কটজনক পরিস্থিতিতে উদ্ধার করে নিয়ে আসার কাজেও স্বেচ্ছাসেবীরা সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ইউরোপের হাজার হাজার বিএপিএস কর্মী রাতারাতি বহু ভারতীয়কে ইউক্রেন থেকে উদ্ধার করে পোল্যান্ডে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছিলেন। এই ভাবে আন্তর্জাতিক পর্যায়ে মানবতার স্বার্থে নিষ্ঠার সঙ্গে সেবা করে যাওয়ার ঘটনা নিসন্দেহে প্রশংসনীয়। বিএপিএস কর্মীরা বর্তমানে বিশ্বব্যাপী তাঁদের সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছেন। মানুষের ক্ষমতায়ন প্রচেষ্টাতেও তাঁদের অবদান এককথায় অনবদ্য।