ভূবনেশ্বরে ৩০ নভেম্বর থেকে ১লা জানুয়ারী পুলিশের মহানির্দেশক/কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের সর্বভারতীয় সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

November 29th, 09:54 am

তিনদিনের এই সম্মেলনে সন্ত্রাসবাদ প্রতিরোধ, মাওবাদী উগ্রপন্থা, উপকূল সুরক্ষা, নতুন ফৌজদারী আইন, মাদক চোরাচালান রোধ সহ জাতীয় সুরক্ষার গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। এই সম্মেলনে অসামান্য সেবাকর্মের জন্যে রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করা হবে।

লক্ষ্ণৌতে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী, নিহত ও আহতদের জন্য ত্রাণ সহায়তার কথা ঘোষণা করলেন তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে

September 08th, 01:13 pm

উত্তর প্রদেশের লক্ষ্ণৌয় আজ একটি বাড়ি ভেঙে পড়ায় কয়েকজন মানুষের প্রাণহানি ঘটে। এই দুর্ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক ব্যক্তির নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এক্স-গ্র্যাশিয়া দেওয়ার কথা ঘোষণা করেছেন। প্রত্যেক আহত ব্যক্তিকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে ত্রাণ সহায়তা।

এই নির্বাচন ১০০০ বছরের দাসত্বের মানসিকতা থেকে দেশকে সম্পূর্ণরূপে মুক্ত করার একটি নির্বাচন: আওনলায় প্রধানমন্ত্রী মোদী

April 25th, 01:07 pm

আওনলায় একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের সমালোচনা করেছেন, তা সে কংগ্রেস হোক বা সমাজবাদী পার্টি, এই বলে যে তারা কেবল তাদের নিজের পরিবারের কথা ভাবে। তিনি বলেন, এই লোকদের কাছে তাদের পরিবারই সবকিছু, এবং তারা অন্য কাউকে পাত্তা দেয় না। উত্তরপ্রদেশে, সমাজবাদী পার্টি তাদের পরিবারের বাইরে এমন কোনও যাদবকে খুঁজে পায়নি যাকে তারা টিকিট দিতে পারে। বাদাউন, ময়নপুরি, কনৌজ, আজমগড়, ফিরোজাবাদ, সব জায়গাতেই টিকিট দেওয়া হয়েছে শুধুমাত্র একই পরিবারের সদস্যদের। এই ধরনের লোকেরা সর্বদা তাদের নিজের পরিবারের কল্যাণকে অগ্রাধিকার দেবে।

উত্তরপ্রদেশের আগ্রা, আওনলা এবং শাহজাহানপুরে প্রাণবন্ত জনসভায় প্রধানমন্ত্রী মোদীর ভাষণ শুনতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন

April 25th, 12:45 pm

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের আগ্রা, আওনলা এবং শাহজাহানপুরে জনসভায় ভাষণ দিয়েছেন। স্নেহ ও সম্মানের মধ্যে, প্রধানমন্ত্রী মোদী একটি 'বিকশিত উত্তরপ্রদেশ' এবং 'বিকশিত ভারত'-এর জন্য একটি স্বচ্ছ দৃষ্টিভঙ্গির সূচনা করেছেন। প্রধানমন্ত্রী বিরোধীদের ছলনা এবং তাদের লুট করার কঠোর বাস্তবতা প্রকাশ করেছেন।

লক্ষ্ণৌতে উত্তরপ্রদেশ আন্তর্জাতিক লগ্নিকারী শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 19th, 03:00 pm

উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি, আমার মন্ত্রিসভার সহকর্মীবৃন্দ, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জি, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ, ভারত ও বিদেশ থেকে আগত শিল্প মহলের প্রতিনিধিবৃন্দ এবং আমার পরিবারের সদস্যরা!

উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে বিকশিত ভারত বিকশিত উত্তরপ্রদেশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

February 19th, 02:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লক্ষ্ণৌতে বিকশিত ভারত বিকশিত উত্তরপ্রদেশ অনুষ্ঠানে ভাষণ দেন। ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশ চতুর্থ বিশ্ব বিনিয়োগকারী শিখর সম্মেলন ২০২৩-এ ১০ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের ১৪০০০ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। এই সমস্ত প্রকল্পগুলি নির্মাণ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, তথ্যপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবা, খাদ্য প্রক্রিয়াকরণ, আবাসন, রিয়েল এস্টেট, স্বাস্থ্য, বিনোদন এবং শিক্ষা ক্ষেত্রগুলির সঙ্গে জড়িত।

মন কি বাত, ডিসেম্বর ২০২৩

December 31st, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কি বাত’ অর্থাৎ আপনাদের সঙ্গে মিলিত হওয়ার এক শুভ সুযোগ। আর যখন নিজের পরিবারের মানুষদের সঙ্গে মিলিত হই, তখন সেটা কত আনন্দের, কত তৃপ্তির। ‘মন কি বাত’এর মাধ্যমে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমার এমনই অনুভব হয়, আর আজ তো আমাদের একসঙ্গে পথ চলার এক’শো আটতম পর্ব। আমাদের এখানে ১০৮ সংখ্যাটির গুরুত্ব, এর পবিত্রতা, এক গভীর অধ্যয়নের বিষয়। মালায় একশো আটটি পুঁতি, ১০৮ বার জপ, ১০৮টি পুণ্য ক্ষেত্র, মন্দিরে ১০৮টি সিঁড়ির ধাপ, ১০৮টি ঘন্টা, ১০৮ এই অঙ্কটি অসীম আস্থার সঙ্গে যুক্ত। এই কারণে ‘মন কি বাত’এর একশো আটতম পর্ব আমার জন্য আরও বিশিষ্ট হয়ে উঠেছে। এই একশো আটটি পর্বে জনগণের অংশগ্রহণের কত উদাহরণ প্রত্যক্ষ করেছি আমি, সেখান থেকে প্রেরণা পেয়েছি। এখন এই পর্যায়ে পৌঁছনোর পর আমাদের নতুন এক শুভারম্ভ করতে হবে, নতুন উদ্যমের সঙ্গে এবং দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়ার সঙ্কল্প গ্রহণ করতে হবে। আর এটা কত সুখকর সংযোগ যে আগামীকালের সূর্যোদয়, ২০২৪-এর প্রথম সূর্যোদয় হবে – ২০২৪ সালে প্রবেশ ঘটে যাবে আমাদের। আপনাদের সবাইকে ২০২৪ সালের অনেক অনেক শুভেচ্ছা।

উত্তরপ্রদেশের গোরখপুর রেল স্টেশন থেকে দুটি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী

July 07th, 08:45 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের গোরখপুর রেল স্টেশন থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন। এগুলি হল গোরখপুর–লক্ষ্ণৌ বন্দে ভারত এক্সপ্রেস এবং যোধপুর–আহমেদাবাদ (সবরমতী) বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী গোরখপুর রেল স্টেশন সংস্কার প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। এজন্য প্রায় ৪৯৮ কোটি টাকা ব্যয় হবে। প্রধানমন্ত্রী গোরখপুর রেল স্টেশনের প্রস্তাবিত নতুন মডেলটিও দেখেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’, (১০২ তম পর্ব) অনুষ্ঠানের বাংলা অনুবাদ

June 18th, 11:30 am

বন্ধুরা, অনেক মানুষ বলেন যে প্রধানমন্ত্রী হিসাবে আমি এই ভালো কাজ করেছি, ওই বড় কাজ করেছি। ‘মন কি বাতের’ কত না শ্রোতা নিজেদের চিঠিতে অনেক প্রশংসা করেন। কেউ বলেন এটা করেছেন, কেউ বলেন ওটা করেছেন, এটা ভালো করেছেন, এটা বেশি ভালো করেছেন, এটা অসাধারণ করেছেন; কিন্তু, আমি যখন ভারতের সাধারণ মানুষের প্রয়াস, তাঁর পরিশ্রম, তাঁর ইচ্ছাশক্তিকে দেখি, তখন নিজেই অভিভূত হয়ে যাই। একের পর এক যত বড় লক্ষ্যই হোক, কঠিন থেকে কঠিনতর চ্যালেঞ্জ হোক, ভারতের মানুষের সামগ্রিক বল, সামগ্রিক শক্তি, প্রত্যেকটি চ্যালেঞ্জের সমাধান করে দেয়। এই দু'তিন দিন আগে আমরা দেখলাম, যে, দেশের পশ্চিম প্রান্তে কত বড় ঘূর্ণিঝড় এল। প্রবল গতির হাওয়া, প্রবল বর্ষণ। ঘূর্ণিঝড় 'বিপর্যয়' কচ্ছ অঞ্চলে কত কিছু বিধ্বস্ত করে দিল, কিন্তু কচ্ছের মানুষ যে শৌর্য আর প্রস্তুতি নিয়ে এত বিপজ্জনক ঘূর্ণিঝড়ের মোকাবিলা করল, সেটাও ততটাই অভূতপূর্ব। দু'দিন পরে কচ্ছের মানুষ নিজেদের নববর্ষ অর্থাৎ 'আষাঢ়ী বীজ' উদযাপন করতে যাচ্ছে। এটাও দারুণ ব্যাপার যে 'আষাঢ়ী বীজ' কচ্ছে বর্ষার প্রারম্ভের প্রতীক বলে মানা হয়। আমি, এত বছর কচ্ছে আসা-যাওয়া করছি, ওখানকার মানুষের সেবা করার সৌভাগ্যও পেয়েছি, আমি আর এই কারণে কচ্ছের মানুষের উদ্যম আর প্রাণশক্তি সম্পর্কে ভালোই জানি। দু'দশক আগের বিধ্বংসী ভূমিকম্পের পরে যে কচ্ছ সম্পর্কে বলা হত যে তারা উঠে দাঁড়াতে পারবে না, আজ, সেই জেলা, দেশের দ্রুত উন্নয়নশীল জেলাগুলোর মধ্যে একটি। আমার বিশ্বাস, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' যে ধ্বংসলীলা চালিয়েছে, সেখান থেকেও কচ্ছের মানুষ দ্রুত বেরিয়ে আসবেন।

উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ ও হরদৈ-তে ‘প্রধানমন্ত্রী মিত্র মেগা টেক্সটাইলস পার্ক’ স্থাপনের বিশেষ প্রশংসা করলেন শ্রী নরেন্দ্র মোদী

April 18th, 02:07 pm

উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ এবং হরদৈ জেলায় ‘প্রধানমন্ত্রী মিত্র মেগা টেক্সটাইলস পার্ক’ স্থাপনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই পার্কের উদ্বোধন সম্পর্কে কেন্দ্রীয় শিল্প, বাণিজ্য ও বস্ত্র দপ্তরের মন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর একগুচ্ছ বার্তায় বলেছেন :

প্রধানমন্ত্রী স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাতে সীতাপুরের সাংসদ রাজেশ ভার্মার প্রচেষ্টার প্রশংসা করেছেন

February 22nd, 10:11 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাতে উত্তর প্রদেশের সীতাপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ রাজেশ ভার্মার প্রচেষ্টার প্রশংসা করেছেন।

উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ

February 10th, 11:01 am

উত্তরপ্রদেশের মাননীয় রাজ্যপাল শ্রীমতি আনন্দীবেন প্যাটেল জী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজী, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যজী, ব্রজেশ পাঠকজী, এখানে উপস্থিত আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীরা এবং লক্ষ্ণৌয়ের প্রতিনিধি শ্রদ্ধেয় রাজনাথ সিংজী, বিভিন্ন দেশ থেকে সকল বরিষ্ঠ ব্যক্তিবর্গ। উত্তরপ্রদেশের সকল মন্ত্রী এবং ‘গ্লোবাল ইনভেস্টর সামিট’ বা বিশ্ব বিনিয়োগকারী শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী শিল্পজগতের সম্মানিত সদস্যগণ, আন্তর্জাতিক বিনিয়োগকারী সমাজ, নীতি নির্ধারকগণ, কর্পোরেট জগতের নেতাগণ, উপস্থিত ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, এই ‘বিশ্ব বিনিয়োগকারী শীর্ষ সম্মেলন’ আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে নিজে প্রধান অতিথি হয়েও আমি কেন আপনাদের স্বাগত জানানোর দায়িত্ব নিচ্ছি, কারণ আমার আরও একটি ভূমিকা রয়েছে। আপনারা সবাই আমাকে ভারতের প্রধানমন্ত্রী এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য বানিয়েছেন। উত্তরপ্রদেশের প্রতি আমার বিশেষ ভালবাসা আছে এবং উত্তরপ্রদেশের মানুষের প্রতিও আমার বিশেষ দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনের জন্যই আজ আমি এই শীর্ষ সম্মেলনের অংশ হয়েছি। আর সেই কারণেই আমি ভারতের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে উত্তরপ্রদেশে আগত সকল বিনিয়োগকারীদের অভিনন্দন ও স্বাগত জানাই।

প্রধানমন্ত্রী লক্ষ্ণৌয়ে উত্তর প্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারী শীর্ষ সম্মেলন ২০২৩ – এর উদ্বোধন করেছেন

February 10th, 11:00 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ লক্ষ্ণৌ্য়ে উত্তর প্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারী শীর্ষ সম্মেলন ২০২৩ – এর উদ্বোধন করেছেন। তিনি আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীরও উদ্বোধন করেন এবং ইনভেস্ট ইউপি ২.০-র সূচনা করেছেন। উত্তর প্রদেশ সরকারের বিনিয়োগ সংক্রান্ত ফ্ল্যাগশিপ কর্মসূচির এই সম্মেলনে আন্তর্জাতিক স্তরের নীতি প্রণয়নকারী, শিল্পপতি, শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিরা একযোগে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাগুলি নিয়ে আলোচনা করবেন এবং বিভিন্ন সংস্থার মধ্যে অংশীদারিত্ব গড়ে তুলবেন। প্রধানমন্ত্রী প্রদর্শনীটি ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রী ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র সফর করবেন

February 08th, 05:39 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র সফর করবেন। সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী লক্ষ্ণৌ যাবেন। সেখানে তিনি উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বিনিয়োগ শিখর সম্মেলন, ২০২৩-এর সূচনা করবেন। বেলা ২-৪৫ মিনিট নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে দুটি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। তিনি দুটি সড়ক প্রকল্পও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এগুলি হল – সান্তাক্রুজ চেম্বুর সংযোগকারী রাস্তা এবং কুরার আন্ডারপাস প্রকল্প। এরপর বিকেল ৪-৩০ মিনিট মুম্বাইয়ের আলজামিয়া-তুস-সাইফিয়া নতুন ভবনের উদ্বোধন করবেন।

উত্তরপ্রদেশের জালাউঁতে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

July 16th, 04:17 pm

আধুনিক বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের জন্য বুন্দেলখন্ডের ভাই-বোন এবং উত্তরপ্রদেশের জনসাধারণকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ! এই এক্সপ্রেসওয়ে বুন্দেলখন্ডের গৌরবজ্জ্বল ঐতিহ্যকে উৎসর্গ করা হল। উত্তরপ্রদেশের একজন সাংসদ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে বুন্দেলখন্ডকে এই এক্সপ্রেসওয়ে উপহার দেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত। বুন্দেলখন্ড অগণিত যোদ্ধা উপহার দিয়েছে যাঁদের রক্তে ভারতের জন্য কাজ করার অদম্য উৎসাহ রয়েছে, যাদের শৌর্য্য ও কঠোর পরিশ্রম দেশকে মহিমান্বিত করে তোলে।

প্রধানমন্ত্রী উত্তর প্রদেশ সফর করেছেন এবং বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন

July 16th, 10:25 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের জালাউনের ওরাই তহশিলের কাটিহেরি গ্রামে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যের অন্যান্য মন্ত্রী ও জনপ্রতিনিধিরা।

লক্ষ্ণৌ-এ ইউপি ইনভেস্টর্স সামিটের গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি @3.0-তে প্রধানমন্ত্রী প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ

June 03rd, 10:35 am

উত্তরপ্রদেশের যশস্বী ও জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি, লক্ষ্ণৌ-এর সাংসদ এবং আমাদের কেন্দ্রীয় সরকারের অগ্রজ মন্ত্রী মাননীয় শ্রী রাজনাথ সিং-জি, আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য মাননীয় সহযোগীগণ, উত্তরপ্রদেশ রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী মহোদয়, রাজ্য সরকারের মন্ত্রীগণ, উত্তরপ্রদেশ বিধানসভা এবং বিধান পরিষদের মাননীয় অধ্যক্ষ মহোদয় ও বিধায়কগণ, এখানে উপস্থিত শিল্প জগতের সকল সাথী, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ!

PM attends the Ground Breaking Ceremony @3.0 of the UP Investors Summit at Lucknow

June 03rd, 10:33 am

PM Modi attended Ground Breaking Ceremony @3.0 of UP Investors Summit at Lucknow. “Only our democratic India has the power to meet the parameters of a trustworthy partner that the world is looking for today. Today the world is looking at India's potential as well as appreciating India's performance”, he said.

প্রধানমন্ত্রী তেশরা জুন উত্তরপ্রদেশ সফর করবেন

June 02nd, 03:40 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী তেশরা জুন উত্তরপ্রদেশ সফরে যাচ্ছেন। সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রী লক্ষ্ণৌ-এর ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পৌঁছাবেন। সেখানে তিনি উত্তরপ্রদেশে বিনিয়োগকারীদের শীর্ষ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুর ১.৪৫ নাগাদ প্রধানমন্ত্রী কানপুরের পারাউঙ্খ গ্রামে পৌঁছাবেন।সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একত্রে পাথরি মাতা মন্দির দর্শন করবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুপুর ২’টোয় ডঃ বি আর আম্বেদকর ভবন সফরের পর ২.১৫ মিনিট নাগাদ যাবেন মিলন কেন্দ্রে। মিলন কেন্দ্র সাধারণের ব্যবহারের জন্য দান করা রাষ্ট্রপতির পূর্বপুরুষের একটি আবাস যেটি বর্তমানে একটি সামাজিক কেন্দ্রে (মিলন কেন্দ্র) রূপান্তরিত হয়েছে। এরপর ২.৩০ নাগাদ তাঁরা পারাউঙ্খ গ্রামে একটি জনসভায় যোগ দেবেন।

Congress, Samajwadi party have remained hostage to one family for the past several decades: PM Modi in Amethi, UP

February 24th, 12:35 pm

Prime Minister Narendra Modi today addressed public meetings in Uttar Pradesh’s Amethi and Prayagraj. PM Modi started his address by highlighting that after a long time, elections in UP are being held where a government is seeking votes based on development works done by it, based on works done in the interest of the poor and based on an improved situation of Law & Order.