গুজরাটের গান্ধীনগরে আরই-ইনভেস্ট ২০২৪-এ প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের বঙ্গানুবাদ

September 16th, 11:30 am

গুজরাটের রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু, রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব আজ এখানে উপস্থিত রয়েছেন। ছত্তিশগড় এবং গোয়ার মুখ্যমন্ত্রীরাও এখানে আছেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীদের আমি এখানে দেখতে পাচ্ছি। ডেনমার্কের শিল্পমন্ত্রী সহ বিদেশের বহু বিশিষ্ট অতিথিও এখানে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী প্রহ্লাদ যোশী ও শ্রীপাদ নায়েক, বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ !

গুজরাটের গান্ধীনগরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর্স মিট অ্যান্ড এক্সপো (রি-ইনভেস্ট)-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

September 16th, 11:11 am

গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর্স মিট অ্যান্ড এক্সপো (রি-ইনভেস্ট)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনদিনের এই সম্মেলনের মাধ্যমে অ-জীবাশ্ম উৎস থেকে জ্বালানি উৎপাদনে ভারতের সাফল্য অর্জনে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সম্মানিত করা হচ্ছে। এই ধরনের উৎস থেকে ২০০ গিগাওয়াটেরও বেশি শক্তি উৎপাদনে সক্ষম হয়ে উঠেছে এই দেশ। শ্রী মোদী সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্ভাবনমূলক নানান সমাধান নিয়ে আয়োজিত প্রদর্শনীও ঘুরে দেখেন।

জি২০-তে ভারতের সভাপতিত্ব দেশের সাধারণ নাগরিকদের সম্ভাবনাকে তুলে ধরেছে : প্রধানমন্ত্রী

August 15th, 02:24 pm

জি২০-তে ভারতের সভাপতিত্ব দেশের সাধারণ নাগরিকদের সম্ভাবনাকে কিভাবে তুলে ধরেছে, ৭৭ তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তা ব্যাখ্যা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সামর্থ্য ও সম্ভাবনা নিশ্চিতভাবেই তাকে আত্মবিশ্বাসের এক নতুন চূড়ায় পৌঁছে দিতে চলেছে। এই চূড়া ভারতকে আবার নতুন সামর্থ্য যোগাবে। জি২০-তে ভারতের সভাপতিত্ব বিশ্বের সামনে দেশের সাধারণ নাগরিকদের সম্ভাবনাকে তুলে ধরেছে। জি২০ শীর্ষ সম্মেলন আয়োজনের সুযোগ পেয়েছে ভারত। গত ১ বছর ধরে যেভাবে দেশের প্রতিটি প্রান্তে জি২০ সংক্রান্ত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তা সারা বিশ্বকে ভারতের সাধারণ মানুষের সম্ভাবনা সম্পর্কে সচেতন করেছে।

গুজরাটের গান্ধীনগরে মহিলা ক্ষমতায়ন সংক্রান্ত জি২০ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

August 02nd, 10:41 am

আমি আপনাদের সবাইকে মহাত্মা গান্ধীর নামাঙ্কিত গান্ধীনগর শহরে স্বাগত জানাই। আজই এই শহরের প্রতিষ্ঠা দিবস। আপনারা আমেদাবাদের গান্ধী আশ্রম ঘুরে দেখার সুযোগ পাবেন শুনে আমার খুব ভালো লেগেছে। আজ সারা বিশ্ব জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে কথা বলছে এবং এর সুস্থিত সমাধানের গুরুত্ব উপলব্ধি করছে। গান্ধী আশ্রমে আপনারা গান্ধীজির সরল জীবনযাপন এবং সুস্থিতি, আত্মনির্ভরশীলতা ও সাম্যের বিষয় তাঁর দূরদর্শী ভাবনার স্পষ্ট প্রতিচ্ছবি দেখতে পাবেন। এগুলি আপনাদের অনুপ্রাণিত করবে বলে আমি নিশ্চিত। একইরকমের অনুভূতি হবে ডান্ডি কুটির সংগ্রহালয় দেখলে। এই সুযোগ আপনারা কোনোভাবেই ছাড়বেন না। এই প্রসঙ্গে বলে রাখি, গান্ধীজির বিখ্যাত চরকা তাঁকে দিয়েছিলেন কাছের গ্রামের গঙ্গাবেন নামে এক মহিলা। আপনারা সবাই জানেন, তার পর থেকেই গান্ধীজি সবসময় খাদি পরতেন, যা স্বনির্ভরতা ও সুস্থিতির প্রতীক হয়ে উঠেছিল।

মহিলা ক্ষমতায়ন সংক্রান্ত জি২০ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

August 02nd, 10:40 am

শহরের প্রতিষ্ঠা দিবসে মহাত্মা গান্ধীর নামাঙ্কিত গান্ধীনগর শহরে প্রতিনিধিদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। তারা আমেদাবাদের গান্ধী আশ্রম ঘুরে দেখবেন জেনে প্রধানমন্ত্রী সন্তোষপ্রকাশ করেন। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের দ্রুত সুস্থিত সমাধানের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গান্ধী আশ্রমে প্রতিনিধিরা গান্ধীজির সরল জীবনযাপন এবং সুস্থিতি, আত্মনির্ভরশীলতা ও সাম্যের বিষয়ে তাঁর দূরদর্শী ভাবনার স্পষ্ট প্রতিচ্ছবি দেখতে পাবেন। এর থেকে তাঁরা অনুপ্রাণিত হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ডান্ডি কুটির সংগ্রহালয়ের উল্লেখ করে তিনি বলেন, গান্ধীজির বিখ্যাত চরকা তাঁকে দিয়েছিলেন কাছের গ্রামের গঙ্গাবেন নামে এক মহিলা। তার পর থেকেই গান্ধীজি সবসময় খাদি পরতেন, যা স্বনির্ভরতা ও সুস্থিতির প্রতীক হয়ে উঠেছিল।

২০২২ ব্যাচের আইএফএস অফিসার প্রশিক্ষণার্থীদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

July 25th, 07:56 pm

প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন এবং সরকারি চাকরিতে যোগদানের পর তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। প্রশিক্ষণকালে গ্রাম সফর, ভারত দর্শন সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন আইএফএস অফিসাররা। জলজীবন মিশন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন এনেছে, সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন তাঁরা।

জি-২০ বিদ্যুৎ মন্ত্রীদের বৈঠকে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা

July 22nd, 10:00 am

আমাদের বিভিন্ন বাস্তবতার পরিপ্রেক্ষিতে শক্তি রূপান্তরের পথও আমাদের ভিন্ন । তবুও আমি বিশ্বাস করি যে, আমাদের লক্ষ্য একই । সবুজ উন্নয়ন এবং শক্তি রূপান্তরে ভারত মহৎ প্রয়াস চালাচ্ছে । ভারত জনবহুল এবং দ্রুত উন্নয়নশীল বৃহৎ অর্থনীতির দেশ । তথাপি আমরা জলবায়ু নিয়ে আমাদের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে দৃঢ়ভাবে এগোচ্ছি । এই বিষয়ে ভারতের নেতৃত্ব প্রকাশ পেয়েছে । অজৈব বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা স্থাপনের লক্ষ্য ন’বছর আগেই পূরণ হয়েছে । আমরা এখন আরও বড় লক্ষ্য নিয়েছি । ২০৩০ সালের মধ্যে পঞ্চাশ শতাংশ অজৈব বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার লক্ষ্য পূরণ করার পরিকল্পনা করেছি । সৌরবিদ্যুৎ এবং বায়ু বিদ্যুতের ক্ষেত্রে ভারত অন্যতম বিশ্বনেতা । আমি খুশি যে, প্রতিনিধিরা পাওয়াগাড়া সোলার পার্ক এবং মধেরা সোলার ভিলেজ পরিদর্শন করেছেন । তাঁরা দেখেছেন, স্বচ্ছ্ব শক্তির বিষয়ে ভারতের দায়বদ্ধতা কত বেশি ।

জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির জ্বালানী মন্ত্রীদের বৈঠকে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী

July 22nd, 09:48 am

শ্রী মোদী বলেন, জ্বালানী ব্যবহারের পন্থা-পদ্ধতি নিয়ে প্রতিটি দেশ আলাদা আলাদা পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্বেও নির্ধারিত লক্ষ্য যে সকলের এক, সে বিষয়ে তিনি নিশ্চিত। ভারতের পরিবেশ বান্ধব উন্নয়ন এবং জ্বালানী ব্যবহারের পরিবর্তন সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, বিশ্বের সব থেকে জনবহুল এই দেশ দ্রুত বৃহত্তম উন্নয়নশীল অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করার জন্য এগিয়ে চলেছে। কিন্তু পরিবেশের প্রতি তার দায়বদ্ধতাকে সে সর্বদাই গুরুত্ব দেয়। ভারত জীবাশ্ম বহির্ভূত জ্বালানী ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯ বছর আগেই অর্জন করেছে। দেশ নিজেই তার পরবর্তী লক্ষ্যমাত্রা স্থির করেছে। ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম বহির্ভূত জ্বালানীর ব্যবহার ৫০ শতাংশ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সৌরশক্তি এবং বায়ুশক্তি ব্যবহারের নিরিখে বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে ভারত অন্যতম। কর্মীগোষ্ঠীর সদস্যরা পাভাগড় সৌরপার্ক এবং মোধেরা সৌরগ্রাম ঘুরে দেখার ফলে ভারতের পরিবেশ বান্ধব জ্বালানী সংক্রান্ত অঙ্গীকারের বিষয়টি তাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে।

কপ২৮-এর ভবিষ্যৎ সভাপতি ডঃ সুলতান আল জাবেরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

July 15th, 05:33 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আবু ধাবিতে ১৫ই জুলাই ডঃ সুলতান আল জাবেরের সঙ্গে সাক্ষাৎ করেন। ডঃ আল জাবের, আবু ধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির গ্রুপ সিইও এবং ভবিষ্যতে কপ২৮-এর সভাপতির দায়িত্ব পালন করবেন।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

June 23rd, 07:17 am

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বক্তব্য রাখা সবসময়ই গর্বের এক বিষয়। দু’বার এই সুযোগ পাওয়া অত্যন্ত ব্যতিক্রমী। এই সম্মান দেওয়ার জন্য আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমার কৃতজ্ঞতা জানাই। ২০১৬ সালে আমি যখন এখানে এসেছিলাম তখন যাঁদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল বর্তমানে তাঁরা অনেকেই এখানে রয়েছেন। ফলে, পুরনো বন্ধুদের ভালোবাসার অনুভূতি আমার হচ্ছে। নতুন যাঁরা এসেছেন তাঁদের উৎসাহ-উদ্দীপনা আমার নজরে আসছে। ২০১৬ সালে সেনেটর হ্যারি রিড, সেনেটর জন ম্যাকিন, সেনেটর ওরিন হ্যাচ, এলিজা কামিংস, অ্যালসি হেস্টিংস সহ অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে তাঁরা আর আমাদের মধ্যে নেই।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ

June 23rd, 07:00 am

মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভজ-এর স্পিকার শ্রী কেভিন ম্যাকার্থি, সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শ্রী চার্লস শ্যুমার, সেনেটের রিপাবলিক দলের নেতা শ্রী মিচ ম্যাককনেল এবং কংগ্রেসের ডেমোক্র্যাটিক দলের নেতা শ্রী হাকিম জেফরিজ-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন।

মাইশুরুতে ‘প্রোজেক্ট টাইগার’-এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

April 09th, 01:00 pm

এই অবসরে আমি আপনাদের কাছে এক ঘন্টা দেরিতে আসার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সকাল ৬টায় বেরিয়েছি। আমি ভেবেছিলাম জঙ্গল দেখে ঠিক সময়ে ফিরে আসতে পারব। আপনাদের বসিয়ে রাখার জন্য আমি ক্ষমা চাইছি। বাঘের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এটি একটি গর্বের মুহূর্ত। বাঘের পরিবারের বিস্তার হচ্ছে। আমি আপনাদের সকলকে দাঁড়িয়ে উঠে বাঘকে অভিবাদন জানাতে বলছি। ধন্যবাদ!

কর্ণাটকের মাইশুরুতে ‘ব্যাঘ্র প্রকল্পের ৫০ বছর উদযাপন’ কর্মসূচির সূচনা প্রধানমন্ত্রীর

April 09th, 12:37 pm

কর্ণাটকের মাইশুরুতে মাইশুরু বিশ্ববিদ্যালয়ে আজ ব্যাঘ্র প্রকল্পের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্সেরও আনুষ্ঠানিক সূচনা করেন। ‘ব্যাঘ্র সংরক্ষণ নিয়ে অমৃতকালের দৃষ্টিভঙ্গী’ সংক্রান্ত কতগুলি গ্রন্থের প্রকাশ করেন তিনি। ব্যাঘ্র সংরক্ষণের মূল্যায়ন সংক্রান্ত দক্ষ ব্যবস্থাপনা নিয়ে পঞ্চম পর্যায়ের এটি একটি সংক্ষিপ্ত রিপোর্ট। এতে বাঘের সংখ্যা প্রকাশ করা হয়। এছাড়াও পঞ্চম পর্যায়ের সর্বভারতীয় ব্যাঘ্র সংখ্যা সংক্রান্ত একটি সংক্ষিপ্ত রিপোর্টও প্রকাশ করেন তিনি। ব্যাঘ্র প্রকল্পের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রারও তিনি আনুষ্ঠানিক প্রকাশ করেন।

নতুন দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক মোটা দানার শস্য (শ্রী অন্ন) সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ

March 18th, 02:43 pm

আজকের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মী শ্রী নরেন্দ্র সিং তোমর জি, মনসুখ মান্ডভিয়া জি, পীযূষ গোয়েল জি, শ্রী কৈলাশ চৌধুরী জি! বিভিন্ন দেশ থেকে আগত কয়েকজন মাননীয় মন্ত্রী, গায়ানা, মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা, সুদান, সুরিনাম এবং গাম্বিয়া থেকে আগত মাননীয় মন্ত্রীগণ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কৃষি, পুষ্টি ও স্বাস্থ্য ক্ষেত্রে উদ্ভাবন ও উন্নয়নের লক্ষ্যে কর্মরত মাননীয় বিজ্ঞানী এবং বিশেষজ্ঞগণ, বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থা এবং স্টার্ট- আপস এর প্রতিনিধি দেশের নবীন প্রজন্মের বন্ধুরা, দেশের প্রত্যক প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ কৃষক, এখানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ,

বিশ্ব বাজরা সম্মেলন হল বিশ্বকল্যাণে ভারতের দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার এক বিশেষ সূচক

March 18th, 11:15 am

আজ নয়াদিল্লির পুসায় আইএআরআই ক্যাম্পাসের এনএএসসি কমপ্লেক্সের সুব্রহ্মনিয়ম হল-এ বিশ্ব বাজরা (শ্রী অন্ন) সম্মেলনের উদ্বোধনকালে একথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি জানান যে স্বাধীনতা-উত্তরকালে এই প্রথমবার সরকার আড়াই কোটি ক্ষুদ্র কৃষক যাতে বাজরা উৎপাদন করতে পারেন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। বাজরা আজ আর শুধু খেত-খামারের মধ্যেই সীমাবদ্ধ নেই, প্রক্রিয়াকরণ এবং প্যাকেটজাত করার পর তা পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন বাজার ও বিপণিতে। শ্রী অন্ন-এর বিপণন ব্যবস্থা যখন আরও প্রসার লাভ করবে, তখন এই আড়াই কোটি ক্ষুদ্র কৃষকের আয় ও উপার্জনও অনেকগুণ বৃদ্ধি পাবে। ফলে, চাঙ্গা হয়ে উঠবে দেশের গ্রামীণ অর্থনীতি।

নতুন দিল্লিতে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

February 12th, 11:00 am

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত গুজরাটের মাননীয় রাজ্যপাল আচার্য্য দেবব্রতজী, আন্তর্জাতিক আর্য প্রতিনিধি সভার অধ্যক্ষ শ্রী সুরেশ চন্দ্র আর্যজী, দিল্লি আর্য প্রতিনিধি সভার অধ্যক্ষ শ্রী ধর্মপাল আর্যজী, শ্রী বিনয় আর্যজী, আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সহযোগী কিষাণ রেড্ডিজী, মীণাক্ষি লেখীজী, অর্জুন রাম মেঘওয়ালজী, উপস্থিত সমস্ত প্রতিনিধিগণ, ভদ্র মহিলা ও ভদ্রমহোদয়গণ,

মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০তম জন্ম জয়ন্তী নতুন দিল্লিতে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

February 12th, 10:55 am

দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০তম জন্ম জয়ন্তীর বর্ষব্যাপি উদযাপনের সূচনা করেন। এই উপলক্ষে তিনি একটি স্মারক লোগোর আনুষ্ঠানিক প্রকাশ করেন।

‘ভয়েস অফ গ্লোবাল সাউথ’ শীর্ষ বৈঠকের সমাপ্তি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য

January 13th, 06:37 pm

আপনাদের বক্তব্য আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। এজন্য আপনাদের ধন্যবাদ। প্রত্যেকের মতামত ও মতবিনিময়ের মাধ্যমে এই কর্মসূচিটি প্রকৃত অর্থেই সফল হয়েছে। গ্লোবাল সাউথ-এর সাধারণ আশা-আকাঙ্ক্ষাগুলি প্রতিফলিত হয়েছে এর মধ্যে।

ভারতের জি২০ গোষ্ঠীর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ সংক্রান্ত লোগো, মূল ভাবনা এবং ওয়েবসাইটের উদ্বোধন

November 08th, 07:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের জি২০ গোষ্ঠীর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ সংক্রান্ত লোগো, মূল ভাবনা এবং ওয়েবসাইটের উদ্বোধন করেছেন।

গুজরাটের একতা নগরে দেশের সমস্ত পরিবেশ মন্ত্রীদের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ

September 23rd, 04:26 pm

আপনাদের সকলকে এই জাতীয় পর্যায়ের সম্মেলনে, বিশেষ করে একতা নগরে স্বাগত ও অভিনন্দন জানাই। একতা নগরে এই জাতীয় সম্মেলনটিকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আমরা যদি অরণ্যের কথা ভাবি, আমাদের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর ভাই-বোনদের কথা ভাবি, আমরা যদি বন্যপ্রাণীর কথা ভাবি, আমরা যদি জল সংরক্ষণের কথা ভাবি, আমরা যদি পর্যটনের উন্নতি নিয়ে চিন্তাভাবনা করি, আমরা যদি প্রকৃতি ও পরিবেশের উন্নয়ন নিয়ে ভাবি – তা হলে এই একতা নগরে যে একপ্রকার সমন্বয়ধর্মী সার্বিক উন্নয়ন হয়েছে, তা একটি বার্তা বহন করে, তা সকলের মনে বিশ্বাসের জন্ম দেয় যে, অরণ্য ও পরিবেশের জন্য আমরা এখনও অনেক কিছু করতে পারি।