প্রধানমন্ত্রী সকাশে দাবা চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি

January 03rd, 08:42 pm

দাবা চ্যাম্পিয়ন কোনেরু হাম্পি আজ সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভারতকে বিশেষ গর্ব ও সম্মান এনে দেওয়ার জন্য শ্রী মোদী তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, কোনেরু হাম্পির তীক্ষ্ণ মেধা ও স্থির সংকল্প তাঁর খেলার মধ্যে ফুটে উঠেছিল।