মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সর্বাত্মক এবং বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুণ্ণ রাখবে

September 22nd, 12:00 pm

মার্কিন রাষ্ট্রপতি জোসেফ আর বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জানিয়েছেন, ভারত-মার্কিন সর্বাত্মক বিশ্ব কৌশলগত অংশীদারিত্বের প্রসার অক্ষুন্ম রাখবে। বিশ্ব কল্যাণের স্বার্থে একে একবিংশ শতাব্দীর সবথেকে উল্লেখযোগ্য অংশীদারিত্ব বলে একে আখ্যা দেন তাঁরা। উভয় নেতা জানান, এই ঐতিহাসিক সময়কালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতা এক অভূতপূর্ব স্তরে পৌঁছেছে। তাঁরা এও জানান, ভারত-মার্কিন অংশীদারিত্ব গণতন্ত্র ও স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, বহুত্ববাদ প্রভৃতি ক্ষেত্রে একই মনোভাব পোষণ করে। তাঁরা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে প্রধান প্রতিরক্ষা সহযোগিতা বিশ্ব সুরক্ষা ও শান্তির লক্ষ্যে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রতিরক্ষা শিল্পে উদ্ভাবন, পারস্পরিক তথ্য বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করা হবে বলে তারা জানান। আগামী দশকগুলিতে ভারত-মার্কিন সহযোগিতার ক্ষেত্র আরও বেশি শক্তিশালী হবে বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।

ভারতীয় অন্তরীক্ষ স্টেশন (বিএএস): ২০২৮ সালে প্রথম মডিউল উৎক্ষেপণের মাধ্যমে অন্তরীক্ষে আমাদের নিজস্ব মহাকাশ স্টেশন গড়ে উঠবে

September 18th, 04:38 pm

গগনযান প্রকল্পের সম্প্রসারণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতীয় অন্তরীক্ষ স্টেশনের প্রথম ইউনিট গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এরফলে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন গড়ে তুলতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত হল। গগনযান কর্মসূচির পরিমার্জনের ফলে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন বা বিএএস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে মহাকাশে মানুষকে পাঠানোর এই কর্মসুচি ৮টি মিশনের মাধ্যমে সম্পন্ন হবে। ২০১৮ সালে গগনযান প্রকল্প অনুমোদিত হয়। পৃথিবীর কক্ষপথে সব থেকে কাছের অংশে নভোচারীদের পাঠানো এর মূল উদ্দেশ্য। অমৃতকালে ২০৩৫ সালের মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশনকে সম্পূর্ণ পরিচালনযোগ্য করে তোলা এর আরেকটি উদ্দেশ্য। পরবর্তী ধাপে ভারতীয় নভচারীরা ২০৪০ সালের মধ্যে চন্দ্র অভিযানে অংশ নেবেন। ইসরোর উদ্যোগে গগনযান কর্মসূচিতে বিভিন্ন শিল্প সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জাতীয় সংস্থাগুলি যুক্ত হবে। দীর্ঘ মেয়াদে মহাকাশ মিশনে নভোচারীদের পাঠানোর ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করাও এই কর্মসূচীর অঙ্গ। এর আওতায় ২০২৬ সালের মধ্যে ৪টি মিশন কার্যকর করা হবে। ২০২৮ সালের মধ্যে বিএএস-এর প্রথম মডিউলটি তৈরির পাশাপাশি এই প্রকল্পের জন্য আরও চারটি মিশন কার্যকর করা হবে।

ভারত আবার চাঁদের পথে : এবার চাঁদের মাটি ছুঁয়ে পৃথিবীতে ফিরে আসার পরিকল্পনা

September 18th, 04:32 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ চন্দ্রযান-৪ মিশনের অনুমোদন দেওয়া হয়েছে। এই মিশনের আওতায় ২০২৪ সালের মধ্যে চাঁদে গিয়ে সেখানকার নমুনা সংগ্রহ করে ফের পৃথিবীতে ফিরে আসার পরিকল্পনা রয়েছে। এর জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রযুক্তি সংগ্রহ করা হবে।

"ভারতের জন্য নতুন পুনর্ব্যবহারযোগ্য স্বল্প মূল্যের লঞ্চ ভেহিকেল "

September 18th, 04:27 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পরবর্তী প্রজন্মের লঞ্চ ভেহিকেল (এনজিএলভি) নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সরকার মহাকাশে ভারতীয় অন্তঃরীক্ষ স্টেশন স্থাপন এবং ২০৪০ সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানোর যে লক্ষ্যমাত্রা নিয়েছে, তার নিরিখে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অমৃতকালে ভারতীয় মহাকাশ কর্মসূচিতে উচ্চ ভারবহন ক্ষমতাসম্পন্ন ও পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের প্রয়োজন দেখা দিয়েছে, সেজন্যই এই পরবর্তী প্রজন্মের লঞ্চ ভেহিকেল নির্মাণের উদ্যোগ।

প্রধানমন্ত্রী ৩০ আগস্ট মহারাষ্ট্র সফর করবেন

August 29th, 04:47 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩০ আগস্ট মহারাষ্ট্রের মুম্বাই এবং পালঘর সফর করবেন। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী সকাল ১১টা নাগাদ গ্লোবাল ফিনটেক ফেস্ট-এ ভাষণ দেবেন। এরপর দুপুর ১-৩০ মিনিট নাগাদ তিনি পালঘরের সিডকো গ্রাউন্ডে নানা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের অগ্রগতি উল্লেখযোগ্য: প্রধানমন্ত্রী

August 23rd, 12:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের অগ্রগতি উল্লেখযোগ্য।

ব্যয়সাশ্রয়ী উপগ্রহ উৎক্ষেপণ যান এসএসএলভি-ডি-৩-র সফল উৎক্ষেপণে দেশের মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর

August 16th, 01:48 pm

নতুন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান (এসএসএলভি) ডি-৩-র সফল উৎক্ষেপণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এই নির্বাচন ১০০০ বছরের দাসত্বের মানসিকতা থেকে দেশকে সম্পূর্ণরূপে মুক্ত করার একটি নির্বাচন: আওনলায় প্রধানমন্ত্রী মোদী

April 25th, 01:07 pm

আওনলায় একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী বিরোধীদের সমালোচনা করেছেন, তা সে কংগ্রেস হোক বা সমাজবাদী পার্টি, এই বলে যে তারা কেবল তাদের নিজের পরিবারের কথা ভাবে। তিনি বলেন, এই লোকদের কাছে তাদের পরিবারই সবকিছু, এবং তারা অন্য কাউকে পাত্তা দেয় না। উত্তরপ্রদেশে, সমাজবাদী পার্টি তাদের পরিবারের বাইরে এমন কোনও যাদবকে খুঁজে পায়নি যাকে তারা টিকিট দিতে পারে। বাদাউন, ময়নপুরি, কনৌজ, আজমগড়, ফিরোজাবাদ, সব জায়গাতেই টিকিট দেওয়া হয়েছে শুধুমাত্র একই পরিবারের সদস্যদের। এই ধরনের লোকেরা সর্বদা তাদের নিজের পরিবারের কল্যাণকে অগ্রাধিকার দেবে।

আমরা 'তুষ্টিকরণ' শেষ করে 'সন্তুষ্টিকরণ'-এর জন্য কাজ করছি: উত্তরপ্রদেশের আগ্রায় নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী

April 25th, 12:59 pm

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের আগ্রায় একটি জনসভায় ভাষণ দিয়েছেন। স্নেহ ও সম্মানের মধ্যে, প্রধানমন্ত্রী মোদী একটি 'বিকশিত উত্তরপ্রদেশ' এবং 'বিকশিত ভারত'-এর জন্য একটি স্বচ্ছ দৃষ্টিভঙ্গির সূচনা করেছেন। প্রধানমন্ত্রী বিরোধীদের ছলনা এবং তাদের লুট করার কঠোর বাস্তবতা প্রকাশ করেছেন।

উত্তরপ্রদেশের আগ্রা, আওনলা এবং শাহজাহানপুরে প্রাণবন্ত জনসভায় প্রধানমন্ত্রী মোদীর ভাষণ শুনতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন

April 25th, 12:45 pm

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের আগ্রা, আওনলা এবং শাহজাহানপুরে জনসভায় ভাষণ দিয়েছেন। স্নেহ ও সম্মানের মধ্যে, প্রধানমন্ত্রী মোদী একটি 'বিকশিত উত্তরপ্রদেশ' এবং 'বিকশিত ভারত'-এর জন্য একটি স্বচ্ছ দৃষ্টিভঙ্গির সূচনা করেছেন। প্রধানমন্ত্রী বিরোধীদের ছলনা এবং তাদের লুট করার কঠোর বাস্তবতা প্রকাশ করেছেন।

একমাত্র বিজেপিই দেশের উন্নয়নে গতি সঞ্চার করতে পারে: আজমিরে প্রধানমন্ত্রী মোদী

April 06th, 03:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের আজমিরে একটি জনসভায় আজমির-নাগৌর অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়নের দিকে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। বিজেপির প্রতিষ্ঠা দিবসের শুভ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বীর তেজাজি মহারাজ, মীরা বাই এবং পৃথ্বীরাজ চৌহানের মতো শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অঞ্চলের আধ্যাত্মিক তাৎপর্য এবং বীরত্বপূর্ণ ইতিহাসের উপর জোর দেন।

রাজস্থানের আজমিরে একটি জনসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণ

April 06th, 02:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের আজমিরে একটি জনসভায় আজমির-নাগৌর অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়নের দিকে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। বিজেপির প্রতিষ্ঠা দিবসের শুভ উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বীর তেজাজি মহারাজ, মীরা বাই এবং পৃথ্বীরাজ চৌহানের মতো শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অঞ্চলের আধ্যাত্মিক তাৎপর্য এবং বীরত্বপূর্ণ ইতিহাসের উপর জোর দেন।

ভুটানের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী

March 22nd, 03:39 pm

ভুটানের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ড্রুক গিয়ালপো’তে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি এই সম্মান আজ অর্জন করেন ভুটানরাজের কাছ থেকে। থিম্পুতে আয়োজিত এক বিশেষ সরকারি অনুষ্ঠানে শ্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়।

কেরালায় বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

February 27th, 12:24 pm

আপনাদের অনেক ধন্যবাদ। যেকোনও জাতির উন্নয়নের যাত্রাপথে কিছু মুহুর্ত কেবল বর্তমানকেই নয় ভবিষ্যতকেও সূচিত করে। আজ ভারতের সামনে তেমনই এক মুহুর্ত উপস্থিত। আমাদের বর্তমান প্রজন্ম অত্যন্ত সৌভাগ্যবান, জল, স্থল, আকাশ এবং অন্তরীক্ষে ঐতিহাসিক কীর্তি স্থাপনে প্রশংসা লাভ করছেন তাঁরা। কিছু দিন আগে অযোধ্যায় আমি বলেছিলাম, এটা এক নতুন পর্বের সূচনা। এই নতুন পর্বে ভারত ক্রমাগত বিশ্ব শৃঙ্খলে তার নব নব উদ্যমের ক্ষেত্র প্রসারিত করে চলেছে। মহাকাশ কর্মসূচির ক্ষেত্রে তা দৃশ্যতই প্রতীয়মান।

কেরলের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

February 27th, 12:02 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেরলের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে প্রায় ১,৮০০ কোটি টাকার তিনটি গুরুত্বপূর্ণ মহাকাশ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে - শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে এসএলভি ইন্টিগ্রেশন ফেসিলিটি, মহেন্দ্রগিরির ইসরো প্রপালশন কমপ্লেক্সের সেমি-ক্রায়োজেনিক্স ইন্টিগ্রেটেড ইঞ্জিন অ্যান্ড স্টেজ টেস্ট ফেসিলিটি এবং ভিএসএসসি-তে ট্রিসোনিক উইন্ড টানেল। প্রধানমন্ত্রী ‘গগনযান মিশন’-এর কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং চার হবু মহাকাশচারীকে অ্যাস্ট্রোনট উইংস প্রদান করেন। এঁরা হলেন – গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কম্যান্ডার শুভাংশু শুক্লা।

প্রধানমন্ত্রী ২৭-২৮ ফেব্রুয়ারি কেরল, তামিলনাড়ু এবং মহারাষ্ট্র সফর করবেন

February 26th, 02:18 pm

২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী কেরলের তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি) সফর করবেন। বিকেল ৫ টা ১৫ নাগাদ প্রধানমন্ত্রী তামিলনাড়ুর মাদুরাই-তে ‘ক্রিয়েটিং দ্য ফিউচার- ডিজিটাল মোবিলিটি ফর অটোমোটিভ (এমএসএমই) এন্টারপ্রেনার্স’ অনুষ্ঠানে অংশ নেবেন।

মহাকাশ ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ নীতির সংশোধনীতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

February 21st, 11:06 pm

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা মহাকাশ ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ নীতির সংশোধনীতে অনুমোদন দিয়েছে। এখন থেকে স্যাটেলাইট সাব সেক্টরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি ভাগের ক্ষেত্রে বিদেশী বিনিয়োগের সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

PM congratulates Japan for soft Moon landing

January 20th, 11:00 pm

The Prime Minister, Shri Narendra Modi, congratulated Japan Prime Minister Fumio Kishida for JAXA's first soft Moon landing.

আদিত্য-এল ১ তার গন্তব্যস্থানে পৌঁছনোয় আনন্দ প্রকাশ প্রধানমন্ত্রীর

January 06th, 05:15 pm

ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণ কেন্দ্র আদিত্য-এল ১ তার গন্তব্যস্থানে পৌঁছনোয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আনন্দ প্রকাশ করেছেন।

এক্সপোস্যাট উপগ্রহের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

January 01st, 02:03 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এক্সপোস্যাট উপগ্রহের সফল উৎক্ষেপণে সন্তোষ প্রকাশ করেছেন।