আমরা বর্তমানে শুধু দেশের সংস্কার প্রচেষ্টার মধ্যেই আবদ্ধ নেই, বরং আমরা দেশের পরিবর্তন তথা রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে এখন যুক্ত রয়েছি: প্রধানমন্ত্রী
September 06th, 07:13 pm
মায়ানমার সফররত ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইয়াঙ্গনে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের এক সমাবেশে ভাষণদান কালে বলেন, আমরা বর্তমানে শুধু দেশের সংস্কার প্রচেষ্টার মধ্যেই আবদ্ধ নেই, বরং আমরা দেশের পরিবর্তন তথা রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে এখন যুক্ত রয়েছি। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও যে তাঁর সরকার দ্বিধাগ্রস্ত নয়, একথাও তিনি উচ্চারণ করেন সমাবেশে ভাষণদানকালে।ইয়াঙ্গনে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে দিলেন প্রধানমন্ত্রী
September 06th, 07:12 pm
মায়ানমার সফররত ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বুধবার ইয়াঙ্গনে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের এক সমাবেশে ভাষণদানকালে বলেন – “মিলিত ঐতিহ্য ও সভ্যতা, ঐতিহাসিক তথা ভৌগোলিক প্রেক্ষাপট এবং ভারত ও মায়ানমারের সন্তান-সন্ততিদের আশা-আকাঙ্খা ও সাফল্যেরই আপনারা এখানে প্রতিনিধিত্ব করছেন”। মায়ানমারের সমৃদ্ধ, আধ্যাত্মিক ঐতিহ্যের প্রসঙ্গও প্রধানমন্ত্রী তুলে ধরেন তাঁর এদিনের বক্তব্যে।