শ্রী গুরুনানক দেবজির ৫৫০তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

November 22nd, 05:19 pm

নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৃহস্পতিবারের (২২শে নভেম্বর) বৈঠকে আগামী বছর শ্রী গুরুনানক দেবজির ৫৫০তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। বিভিন্ন রাজ্য সরকার এবং বিদেশে ভারতীয় মিশনগুলির সঙ্গে দেশে এবং বিদেশে যথাযোগ্য মর্যাদায় গুরুনানক দেবজির জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুনানক দেবজি ভালোবাসা, করুণা, শান্তি, সমতা তথা সৌভ্রাতৃত্বের যে শিক্ষার কথা বলেছিলেন, তার মূল্য চিরন্তন।