প্রধানমন্ত্রী ১৭ ডিসেম্বর রাজস্থান সফর করবেন
December 16th, 03:19 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৭ ডিসেম্বর রাজস্থান সফর করবেন। সফরকালে তিনি রাজস্থান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে ‘এক বর্ষ – পরিণাম উৎকর্ষ’ কর্মসূচিতে অংশ নেবেন। জয়পুরে ৪৭,৩০০ কোটি টাকার বেশি জ্বালানী, সড়ক, রেল এবং জল সংক্রান্ত ২৪টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি।বাহামাসের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক
November 21st, 09:25 am
দ্বিতীয় ভারত – ক্যারিকম বৈঠকের ফাঁকে ২০ নভেম্বর তারিখে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিসের সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এটিই প্রথম বৈঠক।জার্মানির চ্যান্সেলরের ভারত সফরকালে সপ্তম আন্তঃসরকার পর্যায়ে আলোচনা ও পরামর্শ বৈঠকের ফলাফল
October 25th, 07:47 pm
জার্মানির চ্যান্সেলরের ভারত সফরকালে সপ্তম আন্তঃসরকার পর্যায়ে আলোচনা ও পরামর্শ বৈঠকের ফলাফলের মধ্যে রয়েছে - নতুন এবং আগামীদিনের প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তি সম্পর্কিত একটি রোডম্যাপ; পরিবেশ-বান্ধব জ্বালানি ক্ষেত্রে গ্রিন হাইড্রোজেন সম্পর্কিত একটি রোডম্যাপ; নিরাপত্তা ক্ষেত্রে বিশেষত, অপরাধ মোকাবিলায় পারস্পরিক আইনি সহায়তা সম্পর্কিত চুক্তি; নির্দিষ্ট বিভিন্ন তথ্যের সুরক্ষা ও নিরাপত্তায় পারস্পরিক বিনিময় সহায়তা সম্পর্কিত চুক্তি; শহরাঞ্চলের যান চলাচলকে পরিবেশ-বান্ধব করে তুলতে দ্বিতীয় পর্যায়ের সহযোগিতা ও অংশীদারিত্ব; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আইজিএসটিসি-র আওতায় উন্নতমানের সাজসরঞ্জামের যোগান ও বিনিময় সম্পর্কিত সমঝোতা; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ম্যাক্স-প্ল্যাঙ্ক-জেসেলশ্যাফ ই.ভি. (এমপিজি) এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল সায়েন্স (আইসিটিএস) এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর মধ্যে মউ সম্পাদন; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ম্যাক্স-প্ল্যাঙ্ক-জেসেলশ্যাফ ই.ভি. (এমপিজি) এবং ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস (এনসিবিএস) এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর মধ্যে মউ স্বাক্ষর; স্টার্ট-আপ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি)-এর মধ্যে উদ্ভাবন সম্পর্কিত যৌথ প্রত্যক্ষ বিনিয়োগ; বিজ্ঞান ও পরিবেশ ক্ষেত্রে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশন রিসার্চ (এনসিপিওআর) এবং অ্যালফ্রেড-ওয়েগনার ইনস্টিটিউট হেমহোলটজ জেনট্রাম ফুয়ার পোলার অ্যান্ড মীরেসফোরসচাং (এডব্লিউআই)-এর মধ্যে মউ এবং সমুদ্র গবেষণা সম্পর্কিত মউ সম্পাদন; স্বাস্থ্যক্ষেত্রে রোগ নির্ণয়ের উদ্দেশ্যে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ – ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি (সিএসআইআর-আইজিআইবি), অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস), লিপজিগ বিশ্ববিদ্যালয় এবং ভারতের শিল্প সহযোগীদের মধ্যে যৌথ প্রত্যক্ষ বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্ত; অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে ভারত-জার্মানি ম্যানেজেরিয়াল ট্রেনিং প্রোগ্রাম (আইজিএমটিপি); দক্ষতা বিকাশ এবং বৃত্তিগত শিক্ষা ও প্রশিক্ষণের লক্ষ্যে সহযোগিতা সম্পর্কিত মউ সম্পাদন; শ্রম ও কর্মসংস্থান ক্ষেত্রে ইন্টেন্ট অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট সম্পর্কিত যৌথ ঘোষণা; শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে জার্মান ইন্ডিয়া অ্যাকাডেমিক নেটওয়ার্ক ফর টুমরো (জায়েন্ট) – এই বিষয়টির ওপর শিক্ষা সংক্রান্ত বিনিময় পরিষেবার লক্ষ্যে আইআইটি খড়্গপুর এবং জার্মান অ্যাকাডেমি এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি)-এর পক্ষ থেকে যৌথ প্রত্যক্ষ বিনিয়োগ; শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ‘ট্র্যান্সক্যাম্পাস’ নামে একটি সুসংবদ্ধ অংশীদারিত্ব গড়ে তুলতে আইআইটি মাদ্রাজ এবং টিইউ ড্রেসডেন-এর মধ্যে চুক্তি সম্পাদন সম্পর্কিত একটি মউ।জার্মানির চ্যান্সেলরের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি
October 25th, 01:50 pm
প্রথমেই আমি চ্যান্সেলর স্কোলজ্ এবং তাঁর প্রতিনিধিদলকে আন্তরিকভাবে ভারতে স্বাগত জানাই। গত দু’বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার আপনাদের ভারতে স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমি আনন্দিত।ষোড়শ ব্রিক্স শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের বঙ্গানুবাদ
October 23rd, 05:22 pm
আরও একবার ব্রিক্স-এ যোগদানকারী নতুন বন্ধুদের হৃদয় থেকে স্বাগত জানাই। নতুন সংস্করণের ব্রিক্স বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে। বিশ্বের অর্থনীতির ৩০ শতাংশ অবদান এই দেশগোষ্ঠীর।ત્રીજી કૌટિલ્ય ઇકોનોમિક્સ કોન્ક્લેવ 2024માં પ્રધાનમંત્રીના સંબોધનનો મૂળપાઠ
October 04th, 07:45 pm
આ કોન્કલેવમાં નાણામંત્રી નિર્મલા સીતારામનજી, ઇન્સ્ટિટ્યૂટ ઓફ ઇકોનોમિક ગ્રોથના પ્રમુખ એન કે સિંહજી, ભારત અને વિદેશના અન્ય વિશિષ્ટ અતિથિઓ, દેવીઓ અને સજ્જનો! કૌટિલ્ય કૉન્ક્લેવની આ ત્રીજી આવૃત્તિ છે. આપ સૌને મળવાની તક મળી એ બદલ મને આનંદ થયો. આગામી ત્રણ દિવસ દરમિયાન અહીં અનેક સત્રો યોજાશે, જેમાં વિવિધ આર્થિક મુદ્દાઓ પર ચર્ચા કરવામાં આવશે. મને વિશ્વાસ છે કે આ ચર્ચાઓથી ભારતના વિકાસને વેગ મળશે.অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে আজ এক বিশেষ স্থানের অধিকারী বর্তমান ভারত : প্রধানমন্ত্রী
October 04th, 07:44 pm
ভারত বর্তমানে বিশ্বে দ্রুততম গতিতে এগিয়ে চলা এক বৃহদায়তন অর্থনীতির দেশ। জিডিপি-র নিরিখে ভারত এখন পঞ্চম বৃহত্তম অর্থনীতির একটি দেশ বলে স্বীকৃতি পেয়েছে বিশ্বজুড়ে। আবার, আন্তর্জাতিক ক্ষেত্রে ফিনটেক-কে গ্রহণ ও কাজে লাগানোর ক্ষেত্রে ভারত উন্নীত হয়েছে এক নম্বর দেশে। অন্যদিকে, ইন্টারনেট ব্যবহারের দিক থেকে ভারত পৌঁছে গেছে বিশ্বের দ্বিতীয় স্থানে। শুধু তাই নয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট-আপ সংস্থা অনুকূল পরিবেশ ও পরিস্থিতির একটি দেশ রূপেও ভারত নিজেকে তুলে ধরতে পেরেছে। উৎপাদন তথা নির্মাণ ক্ষেত্রে আবার ভারত মোবাইল উৎপাদনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশের তকমা লাভ করেছে। দু’চাকার যান এবং ট্র্যাক্টর নির্মাণের ক্ষেত্রেও ভারতের অবস্থান এখন বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। অথচ, আমাদের দেশ হল বিশ্বে সবচেয়ে নবীন একটি দেশ। ভারত থেকে আন্তর্জাতিক মঞ্চে উঠে এসেছেন অসংখ্য বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ। সেইদিক থেকে বিচার করলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন প্রচেষ্টার ক্ষেত্রেও ভারত বিশেষ গর্ব ও কৃতিত্বের সঙ্গেই বিশ্বে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে।গুজরাটের গান্ধীনগরে আরই-ইনভেস্ট ২০২৪-এ প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের বঙ্গানুবাদ
September 16th, 11:30 am
গুজরাটের রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু, রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব আজ এখানে উপস্থিত রয়েছেন। ছত্তিশগড় এবং গোয়ার মুখ্যমন্ত্রীরাও এখানে আছেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীদের আমি এখানে দেখতে পাচ্ছি। ডেনমার্কের শিল্পমন্ত্রী সহ বিদেশের বহু বিশিষ্ট অতিথিও এখানে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী প্রহ্লাদ যোশী ও শ্রীপাদ নায়েক, বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ !গুজরাটের গান্ধীনগরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর্স মিট অ্যান্ড এক্সপো (রি-ইনভেস্ট)-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
September 16th, 11:11 am
গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর্স মিট অ্যান্ড এক্সপো (রি-ইনভেস্ট)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনদিনের এই সম্মেলনের মাধ্যমে অ-জীবাশ্ম উৎস থেকে জ্বালানি উৎপাদনে ভারতের সাফল্য অর্জনে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সম্মানিত করা হচ্ছে। এই ধরনের উৎস থেকে ২০০ গিগাওয়াটেরও বেশি শক্তি উৎপাদনে সক্ষম হয়ে উঠেছে এই দেশ। শ্রী মোদী সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্ভাবনমূলক নানান সমাধান নিয়ে আয়োজিত প্রদর্শনীও ঘুরে দেখেন।সবুজ দূষণমুক্ত এক বিশ্ব গড়ে তুলতে ভারতের অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মোদী
September 11th, 10:40 am
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তায় পরিবেশ-বান্ধব হাইড্রোজেন জ্বালানী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণের শুরুতে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে সকলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, সারা পৃথিবী আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভুত পরিস্থিতির বিষয়টি সকলকে উপলব্ধি করতে হবে। এর প্রভাব ভবিষ্যতে নয়, এখন থেকেই অনুভূত হচ্ছে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরিবেশ-বান্ধব হাইড্রোজেন জ্বালানী বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিয়েছেন
September 11th, 10:20 am
প্রধানমন্ত্রী তাঁর ভাষণের শুরুতে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে সকলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন, সারা পৃথিবী আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভুত পরিস্থিতির বিষয়টি সকলকে উপলব্ধি করতে হবে। এর প্রভাব ভবিষ্যতে নয়, এখন থেকেই অনুভূত হচ্ছে। “এই মুহূর্তে এখান থেকেই আমাদের কাজ শুরু করতে হবে”। জ্বালানীর সুস্থায়ী ব্যবহার বর্তমানে আন্তর্জাতিক নীতি-নির্ধারকদের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।ভারত একটি সবুজ ভবিষ্যতের জন্য বিশ্বের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মোদী
September 05th, 11:00 am
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম আন্তর্জাতিক সৌর উৎসবে তার বার্তায়, সৌর শক্তি ব্যবহারে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। তিনি একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সবুজ শক্তির ভূমিকার ওপর জোর দেন এবং বিশ্ব সম্প্রদায়কে স্বচ্ছ ও নবায়নযোগ্য শক্তির উৎসের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, আইএসএ সোলার পাম্পের বৈশ্বিক দাম কমিয়ে আনতে একটি শক্তিশালী ভূমিকা পালন করেছে।তৃতীয়বারের মতো এনডিএ-র জয় ১৪০ কোটি ভারতীয়র জয়কে প্রতিনিধিত্ব করে: বিজেপি সদর দফতরে প্রধানমন্ত্রী মোদী
June 04th, 08:45 pm
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বিজেপির সদর দফতরে একটি অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এনডিএ-কে তৃতীয়বারের মতো বিজয়ী হতে সক্ষম করেছে। তিনি বলেন, এটা 'বিকশিত ভারত' ধারণার জয় এবং ভারতের সংবিধানকে রক্ষা করার জয়। তিনি বলেন, তৃতীয়বারের মতো এনডিএ-র জয় ১৪০ কোটি ভারতীয়র জয়কে প্রতিনিধিত্ব করে।২০২৪ সালের লোকসভা নির্বাচনে এনডিএ-এর জয়ের পর প্রধানমন্ত্রী মোদী বিজেপির সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন
June 04th, 08:31 pm
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বিজেপির সদর দফতরে একটি অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এনডিএ-কে তৃতীয়বারের মতো বিজয়ী হতে সক্ষম করেছে। তিনি বলেন, এটা 'বিকশিত ভারত' ধারণার জয় এবং ভারতের সংবিধানকে রক্ষা করার জয়। তিনি বলেন, তৃতীয়বারের মতো এনডিএ-র জয় ১৪০ কোটি ভারতীয়র জয়কে প্রতিনিধিত্ব করে।ইন্ডি জোট কেবল সাম্প্রদায়িকতা, বর্ণবাদ ও পরিবারবাদের রাজনীতি ছড়ায়: ভিওয়ানি-মেহন্দ্রগড়ে প্রধানমন্ত্রী মোদী
May 23rd, 02:30 pm
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানায় একটি জনসভায় ভাষণে ভিওয়ানি-মেহন্দ্রগড়ে জনসভায় জনগণের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। বুদ্ধ পূর্ণিমার শুভ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, হরিয়ানায় এক গ্লাস রাবড়ি এবং পেঁয়াজের সঙ্গে একটি রুটি ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট। প্রধানমন্ত্রী মোদী বলেন, হরিয়ানার মানুষ কেবল একটি অনুভূতির প্রতিধ্বনি করেনঃ 'ফির এক বার মোদী সরকার।হরিয়ানার ভিওয়ানি-মেহন্দ্রগড়ে জনসভায় প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানানো হয়েছে
May 23rd, 02:00 pm
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানায় একটি জনসভায় ভাষণে ভিওয়ানি-মেহন্দ্রগড়ে জনসভায় জনগণের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। বুদ্ধ পূর্ণিমার শুভ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর ভাষণ শুরু করেন। তিনি বলেন, হরিয়ানায় এক গ্লাস রাবড়ি এবং পেঁয়াজের সঙ্গে একটি রুটি ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট। প্রধানমন্ত্রী মোদী বলেন, হরিয়ানার মানুষ কেবল একটি অনুভূতির প্রতিধ্বনি করেনঃ 'ফির এক বার মোদী সরকার।দিল্লিতে যখন অগ্রগতি হচ্ছে, তখন ইন্ডি জোট তার ধ্বংসের দিকে ঝুঁকছে: উত্তর-পূর্ব দিল্লির জনসভায় প্রধানমন্ত্রী মোদী
May 18th, 07:00 pm
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী আজ তাঁর নির্বাচনী প্রচারের সময় অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রথমবার উত্তর-পূর্ব দিল্লিতে ভাষণ দেন। রাজধানী শহর হিসেবে দিল্লিকে অবশ্যই দুর্নীতিমুক্ত দেশের পথে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জোর দিয়ে তিনি এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেন।প্রধানমন্ত্রী মোদী উত্তর-পূর্ব দিল্লিতে একটি জনসভায় ভাষণ দিয়েছেন
May 18th, 06:30 pm
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী আজ তাঁর নির্বাচনী প্রচারের সময় অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রথমবার উত্তর-পূর্ব দিল্লিতে ভাষণ দেন। রাজধানী শহর হিসেবে দিল্লিকে অবশ্যই দুর্নীতিমুক্ত দেশের পথে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জোর দিয়ে তিনি এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দেন।আমাদের সংকল্প পত্র যুব ভারতের তরুণ আকাঙ্ক্ষার প্রতিফলন: প্রধানমন্ত্রী মোদী
April 14th, 09:02 am
আজ দলের সদর দফতরে বিজেপির সংকল্প পত্র প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সমগ্র দেশ বিজেপির ইশতেহারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এর একটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। গত ১০ বছরে বিজেপি তাদের ইশতেহারের প্রতিটি বিষয়কে গ্যারান্টি হিসেবে বাস্তবায়িত করেছে। বিজেপি আবারও তাদের ইশতেহারের অখণ্ডতা প্রদর্শন করেছে। আমাদের সংকল্প পত্র উন্নত ভারতের ৪টি শক্তিশালী স্তম্ভ-যুবসমাজ, মহিলা, দরিদ্র এবং কৃষকদের ক্ষমতায়িত করে।দলের সদর দফতরে বিজেপির সংকল্প পত্রের প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ভাষণ দিয়েছেন
April 14th, 09:01 am
আজ দলের সদর দফতরে বিজেপির সংকল্প পত্র প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সমগ্র দেশ বিজেপির ইশতেহারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এর একটি উল্লেখযোগ্য কারণ রয়েছে। গত ১০ বছরে বিজেপি তাদের ইশতেহারের প্রতিটি বিষয়কে গ্যারান্টি হিসেবে বাস্তবায়িত করেছে। বিজেপি আবারও তাদের ইশতেহারের অখণ্ডতা প্রদর্শন করেছে। আমাদের সংকল্প পত্র উন্নত ভারতের ৪টি শক্তিশালী স্তম্ভ-যুবসমাজ, মহিলা, দরিদ্র এবং কৃষকদের ক্ষমতায়িত করে।