গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজের-এ সম্মানিত হওয়া উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

November 17th, 08:30 pm

নাইজেরিয়ার জাতীয় সম্মান গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ নাইজের-এ ভূষিত হওয়ার জন্য আমি আপনাকে, আপনার সরকারকে এবং নাইজেরিয়ার জনসাধারণকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি সম্মান গ্রহণ করছি বিনয়ের সঙ্গে এবং এই সম্মান উৎসর্গ করছি ভারতের ১৪০ কোটি মানুষকে। ভারত ও নাইজেরিয়ার মৈত্রীর দীর্ঘ সম্পর্ককেও আমি কুর্নিশ করি। দু-দেশের কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমাদের প্রেরণা দেবে এই সম্মাননা।

PM Modi conferred with the national award - “Grand Commander of the Order of Niger”

November 17th, 08:11 pm

​In a ceremony at the State House, the President of the Federal Republic of Nigeria, H.E. Mr. Bola Ahmed Tinubu conferred the national award - Grand Commander of the Order of Niger” on Prime Minister Shri Narendra Modi for his statesmanship and stellar contribution to fostering India-Nigeria ties. The award citation notes that under Prime Minister’s visionary leadership, India has been positioned as a global powerhouse, and his transformative governance has fostered unity, peace and shared prosperity for all.