আধুনিক, প্রগতিশীল এবং বিকাশশীল কর্ণাটক হলো বিজেপির লক্ষ্য: প্রধানমন্ত্রী মোদী

May 05th, 12:15 pm

কর্নাটক নির্বাচনে প্রচারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তুমাকুরু, গাদাগ ও শিভামোগ্গায় প্রকাশ্য জনসভায় ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন যে, তুমাকুরু ছিল বিভিন্ন মহান সাধু সন্ন্যাসীদের ভূমি এবং আমাদের জাতির উন্নয়নে তাঁরা দৃঢ় ভূমিকা পালন করেছিলেন।