কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪-২৫ (অক্টোবর থেকে সেপ্টেম্বর) আখের মরশুমের জন্য চিনিকলগুলির দেয় আখের‘ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইস’এফআরপি অনুমোদন করেছে

February 21st, 11:26 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি ২০২৪-২৫ মরশুমের জন্য আখের এফআরপি ক্যুইন্টাল প্রতি ৩৪০ টাকা অনুমোদন করেছে। এই দর ঐতিহাসিক কারণ, বর্তমান ২০২৩-২৪ মরশুমে আখের এফআরপি-র তুলনায় এটি ৮% বেশি। সংশোধিত এফআরপি প্রযোজ্য হবে ২০২৪-এর পয়লা অক্টোবর থেকে। আখের খরচের তুলনায় ১০৭% বেশি এই নতুন এফআরপি আখচাষীদের উন্নতি নিশ্চিত করবে। এটা উল্লেখযোগ্য যে, বিশ্বে আখের জন্য সবচেয়ে বেশি দাম দেওয়া হয় ভারতে। যদিও বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে সাধারণ মানুষের জন্য চিনি বিক্রি নিশ্চিত করেছে সরকার। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ৫ কোটির বেশি আখচাষী (পরিবারের সদস্য সহ) উপকৃত হবেন এবং চিনি ক্ষেত্রে যুক্ত কয়েক লক্ষ মানুষও উপকৃত হবেন। কৃষকদের আয় দ্বিগুণ করতে মোদী কি গ্যারান্টি-র সংকল্প আরও একবার প্রমাণিত হলো।