রপ্তানিকারকদের পাশাপাশি ব্যাঙ্কগুলিকে সহায়তা প্রদানের জন্য ৫ বছরে ইসিজিসি লিমিটেডে ৪,৪০০ কোটি টাকা বিনিয়োগে অনুমোদন দিয়েছে সরকার

September 29th, 04:18 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় সরকার রপ্তানি ক্ষেত্রে উন্নতিসাধনের জন্য ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করে চলেছে। এই ধারাবাহিকতার অঙ্গ হিসেবে সরকার আজ ৫ বছরের মেয়াদে অর্থাৎ ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থ বর্ষে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিজিসি)-তে ৪,৪০০ কোটি টাকা মূলধন বিনিয়োগে অনুমোদন দিয়েছে। ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও)-এর মাধ্যমে ইসিজিসি-র তালিকা প্রক্রিয়ার সঙ্গে যথাযথভাবে সমন্বয়সাধনের প্রয়াস সহ অনুমোদিত ক্ষেত্রে আরও রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করার জন্য ইসিজিসি-র দায়ভার গ্রহণের ক্ষমতা বাড়ানো হয়েছে।