উত্তরপ্রদেশের মীরাটে মেজর ধ্যানচাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

January 02nd, 01:01 pm

উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দিবেন প্যাটেলজি, এই রাজ্যের জনপ্রিয় এবং প্রাণশক্তিতে পরিপূর্ণ মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি, উপ-মুখ্যমন্ত্রী শ্রী কেশব প্রসাদ মৌর্যজি, আমার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য শ্রী সঞ্জীব বাল্যানজি, জেনারেল ভি কে সিং-জি, মন্ত্রী শ্রী দীনেশ খটিকজি, শ্রী উপেন্দ্র তিওয়ারিজি, শ্রী কপিল দেব আগরওয়ালজি, সংসদে আমার সঙ্গী শ্রী সত্যপাল সিং-জি, শ্রী রাজেন্দ্র আগরওয়ালজি, শ্রী বিজয়পাল সিং তোমরজি, শ্রীমতী কান্তা কর্দমজি, বিধায়ক ভাই সৌমেন্দ্র কুমারজি, ভাই সঙ্গীত সোমজি, ভাই জিতেন্দ্র সতওয়ালজি, ভাই সত্যপ্রকাশ আগরওয়ালজি, মীরাট জেলা পরিষদের অধ্যক্ষ শ্রী গৌরব চৌধুরিজি, মুজফফরনগর জেলা পরিষদের অধ্যক্ষ শ্রী বীরপালজি, উপস্থিত অন্যান্য সকল জনপ্রতিনিধিগণ আর মীরাট, মুজফফরনগর এবং দূরদুরান্তের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যায় আগত আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে ২০২২ সালের জন্য অনেক অনেক শুভকামনা।

প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের মিরাটে মেজর ধ্যানচাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

January 02nd, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মিরাটে মেজর ধ্যানচাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রায় ৭০০ কোটি টাকা ব্যয়ে এই ক্রীড়া বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠবে। এখানে কৃত্রিম হকি মাঠ, ফুটবল মাঠ, বাস্কেটবল/ ভলিবল/ হ্যান্ডবল/ কবাডি মাঠ, লন টেনিস কোর্ট, জিমনেসিয়াম সহ আধুনিক ক্রীড়া পরিকাঠামো থাকবে। এছাড়াও হল, সিন্থেটিক রানিং স্টেডিয়াম, সুইমিং পুল, সাইকেল ভেলোড্রোমেরও ব্যবস্থা থাকছে। এই বিশ্ববিদ্যালয়ে শ্যুটিং, স্কোয়াশ, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন, তীরন্দাজি, নৌকাবাইচের জন্য অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। এখানে ৫৪০ জন মহিলা ও ৫৪০ জন পুরুষ ক্রীড়াবিদ সহ মোট ১ হাজার ৮০ জন খেলোয়াড় প্রশিক্ষণ নিতে পারবেন।

মানুষের কাছে শুধুমাত্র জল পৌঁছে দেওয়ায় জল জীবন মিশনের উদ্দেশ্য নয়। এটি বিকেন্দ্রীকরণের একটি বড় আন্দোলন: প্রধানমন্ত্রী

October 02nd, 02:57 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত ও জল জীবন মিশনের জল সমিতিগুলির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের কাছে শুধুমাত্র জল পৌঁছে দেওয়ায় জল জীবন মিশনের উদ্দেশ্য নয়। এটি বিকেন্দ্রীকরণের একটি বড় আন্দোলন। তিনি বলেন, ‘এই আন্দোলন গ্রাম ভিত্তিক মহিলা কেন্দ্রিক। জন অংশীদারিত্ব ও গণ আন্দোলন এর মূল ভিত্তি।’

প্রধানমন্ত্রী গ্রাম পঞ্চায়েত ও জল জীবন মিশনের জল সমিতিগুলির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন

October 02nd, 01:13 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত ও জল জীবন মিশনের জল সমিতিগুলির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য, আরও স্বচ্ছভাবে কাজ করা এবং এই প্রকল্পের দায়বদ্ধতা নিশ্চিত করতে জল জীবন মিশন অ্যাপের সূচনা করেছেন। গ্রামের প্রত্যেক বাড়িতে, স্কুলে, অঙ্গনওয়াড়ী কেন্দ্রে, আশ্রমশালায় এবং অন্যান্য সর্বসাধারণের জন্য জায়গায় নল বাহিত জলের সংযোগ পৌঁছে দিতে সাহায্য করার জন্য দেশ-বিদেশের ব্যক্তি বিশেষ, প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা অথবা জনহিতৈষীদের উদ্যোগে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় জল জীবন কোষের সূচনা করেছেন। অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েত ও জল সমিতির সদস্যরা ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল, শ্রী বিশ্বেশ্বর টুডু, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

দেশে পরিবর্তনের জন্য একটি সামগ্রিক শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

September 07th, 05:29 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে পরিবর্তনের জন্য একটি সামগ্রিক শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ । MyGovIndia – এর একটি ট্যুইট ভাগ করে নেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেছেন, গত ৭ বছরে শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের ভালো দিকগুলি উঠে এসেছে । এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন ;

শিক্ষক দিবসে শিক্ষক সমাজকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী; শ্রদ্ধা নিবেদন করলেন ভূতপূর্ব রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের স্মৃতির উদ্দেশে

September 05th, 11:14 am

শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাজকে সম্মান ও অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে, তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন ভূতপূর্ব রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে।

আসুন শিক্ষক দিবসে আমরা পরিবর্তন করতে শিখি, ক্ষমতায়ন ও নেতৃত্ব শিখি: মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী মোদী

August 27th, 11:36 am

মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি দেশের কয়েকটি অংশে হওয়া সহিংসতার ঘটনাগুলির কথা উল্লেখ করে বলেন এই ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ভারত অহিংসার ভূমি এবং 'অহিংসা পরম ধর্ম': অর্থাৎ অহিংসা হলো সবচেয়ে বড় ধর্ম, এটি আমাদের মূল মন্ত্র। শ্রী মোদী ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং উৎসবের কথা তুলে ধরেন। তিনি উৎসবকে স্বচ্ছতার প্রতীক করে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি সমাজে পরিবর্তন আনতে ও তরুণদের একটি নতুন দিকনির্দেশনা প্রদান করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং খেলাধুলা নিয়েও আলোচনা করেন।