প্রবাসী ভারতীয়রা অন্য অন্য দেশে নিজের পরিচয় তৈরি করেছেন: মন কি বাত-এ প্রধানমন্ত্রী মোদী
November 24th, 11:30 am
মন কি বাত-এর ১১৬তম পর্বে প্রধানমন্ত্রী মোদী এনসিসি ক্যাডেটদের বৃদ্ধি এবং দুর্যোগের সময় তাদের ভূমিকার কথা তুলে ধরে এনসিসি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি উন্নত ভারতের জন্য যুব ক্ষমতায়নের ওপর জোর দেন এবং 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ'-এর কথা বলেন। তিনি প্রবীণ নাগরিকদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যাবহার করতে সহায়তা করার কথা বলেন এবং এক পেড় মা কে নাম অভিযানের সাফল্যের অনুপ্রেরণামূলক গল্পগুলিও শেয়ার করেন।