Our Constitution is the foundation of India’s unity: PM Modi in Lok Sabha
December 14th, 05:50 pm
PM Modi addressed the Lok Sabha on the 75th anniversary of the Indian Constitution's adoption. He reflected on India's democratic journey and paid tribute to the framers of the Constitution.সংবিধান গৃহীত হওয়ার ৭৫ তম বর্ষে লোকসভায় বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন
December 14th, 05:47 pm
সংবিধান গৃহীত হওয়ার ৭৫ তম বর্ষে লোকসভায় বিশেষ আলোচনায় আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছেন। শ্রী মোদী বলেন, দেশের প্রতিটি নাগরিকদের কাছে এবং বিশ্বের সেইসমস্ত জনসাধারণ— যাঁরা গণতন্ত্রকে সম্মান করেন তাঁদের সকলের জন্য এটি অত্যন্ত গর্বের এক মূহূর্ত, যে আমরা গণতন্ত্রের উৎসব উদযাপন করছি। আমাদের সংবিধান রচয়িতাদের দূরদৃষ্টি, ভাবনা এবং উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংবিধানের ৭৫ বছরের এই যাত্রা অত্যন্ত স্মরণীয়। সংসদের সদস্যরা এই উৎসবে সামিল হওয়ায় তিনি সন্তোষপ্রকাশ করেন। এই উপলক্ষে তাঁরা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান।The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi
November 21st, 08:00 pm
Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.PM Modi addresses the Parliament of Guyana
November 21st, 07:50 pm
PM Modi addressed the National Assembly of Guyana, highlighting the historical ties and shared democratic ethos between the two nations. He thanked Guyana for its highest honor and emphasized India's 'Humanity First' approach, amplifying the Global South's voice and fostering global friendships.